খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিচার চলতে বাধা নেই

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণায় নিম্ন আদালতের কোনো বাধা নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট।
khaleda zia
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ছবি: স্টার ফাইল ফটো

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ অপর তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণায় নিম্ন আদালতের কোনো বাধা নেই বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট।

খালেদার অনুপস্থিতিতে বিচার চলার সিদ্ধান্তের বিরুদ্ধে তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ আজ (২৯ অক্টোবর) খালেদার লিভ টু আপিলের শুনানি শেষে এই আদেশে দেন।

এর আগে, খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার রায় আজ ঘোষণার দিন ধার্য করেন ঢাকার বিশেষ জজ আদালত-৫।

দুদক আইনজীবী খুরশীদ আলম খান সাংবাদিকদের জানান, সুপ্রিম কোর্টের আদেশের ফলে খালেদা জিয়ার বিরুদ্ধে বিচারিক আদালতে আজ রায় ঘোষণার ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।

গতকাল আপিল বিভাগের শুনানিতে খালেদার আইনজীবী অ্যাডভোকেট আলী সুপ্রিম কোর্টকে জানান, খালেদা জিয়া অসুস্থ থাকায় তার অনুপস্থিতিতে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচার কাজ যেন স্থগিত রাখা হয়।

Comments