রিয়ালের সিদ্ধান্তের অপেক্ষায় রামোস

আজই কোচ জুলেন লোপেতেগিকে ছাঁটাই করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। ফুটবলমহলে এ গুঞ্জন বেশ জোরালো। তাতে ঘি ঢেলেছে মাদ্রিদ ভিত্তিক গণমাধ্যম মার্কা। তবে রিয়াল অধিনায়ক সের্জিও রামোস এ বিষয়ে কোন কথা বলতে নারাজ। অপেক্ষা করছেন ক্লাব কর্তৃপক্ষের সিদ্ধান্তের। আর দলের সকল খেলোয়াড়কে এ বিষয়ে আলোচনা না করতেও অনুরোধ করেছেন।

আগের দিন ন্যু ক্যাম্পে বার্সেলোনার কাছে ১-৫ গোলে বিধ্বস্ত হয় রিয়াল। দারুণ হ্যাটট্রিক তুলে নিয়েছেন লুইস সুয়ারেজ। অথচ চলতি মৌসুমে খুব বাজে সময়ই কাটাচ্ছিলেন এ স্ট্রাইকার। গোল পেয়েছেন ফিলিপ কৌতিনহো ও আর্তুরো ভিদালও। তবে দ্বিতীয়ার্ধে মার্সেলোর গোলে ম্যাচে ফিরেছিল দলটি। কিন্তু শেষ রক্ষা হয়নি। ছন্নছাড়া রক্ষনভাগকে গুঁড়িয়ে বড় জয়ই তুলে নিয়ে কাতালানরা।

তবে শুধু এ পরাজয়ই লোপেতেগিকে শঙ্কায় ফেলেছে তা নয়। শেষ ছয় ম্যাচের পাঁচটিতেই হেরেছে তারা। তাই ম্যাচ শেষে কোচ প্রসঙ্গে জানতে চাওয়া হয় অধিনায়ক রামোসের কাছে। আপাতত ক্লাবের সিদ্ধান্তের অপেক্ষায় আছেন বলেই জানালেন তিনি, ‘আমাদের অপেক্ষা করতে হবে।  তারা আমাদের কিছু বলেনি। আর সিদ্ধান্তটা আমরা নিব না। তাই আমাদের মাথা ঠাণ্ডা রাখতে হবে। নিজেদের দেখে ভালো কিছুর জন্য অনেক কিছুই বদলাতে হবে।’

রাশিয়া বিশ্বকাপ শুরুর আগে হুট করেই জিনেদিন জিদানের উত্তরসূরি হিসেবে লোপেতেগির নাম ঘোষণা করা হয়। স্পেন জাতীয় দলে থাকাকালীন অবস্থায় রিয়ালের সঙ্গে চুক্তি করায় ক্ষেপে যায় স্পেন ফুটবল ফেডারেশন। পরদিনই তাকে বরখাস্ত করে তারা। দুঃসময়টা হয়তো তখন থেকেই শুরু। এরপর রিয়ালে দায়িত্ব নেয়ার পর থেকেই তার এবং ক্লাবের দুর্দশা যে শেষ হচ্ছে না। তবে দুঃসময়ে বরাবরই কোচকে সমর্থন দিয়েছেন রামোস। এদিনও বললেন একই কথা, ‘আমাদের কয়েক ঘণ্টা এবং আগামীকাল (আজ) কি হয় তা আমাদের দেখতে হবে। তবে খেলোয়াড়রা সবসময়ই কোচের পাশেই আছে।’

গত জুলাইয়ে চেলসির কোচের পদ থেকে বরখাস্ত করা হয় অ্যান্তনিও কন্তেকে। ইংলিশ লিগে প্রথম আসরে শিরোপা এনে দিতে পারলেও দ্বিতীয় আসরে পঞ্চম স্থানে থেকে লিগ শেষ করে চেলসি। চ্যাম্পিয়ন্স লিগেও উঠতে ব্যর্থ হয়। সেই কোচকেই ভাবা হচ্ছে রিয়ালের সম্ভাব্য কোচ। আর তা হলে লা লিগায় ১০ ম্যাচ শেষে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে সাত পয়েন্ট পেছনে থেকে শুরু করতে হবে। তাই তার কাজটা বেশ কঠিনই।

কিন্তু তারপরও শিরোপা স্বপ্ন এখনই ছেড়ে দিতে নারাজ রামোস। এমনকি লিগ জয়ের প্রত্যয় ঝরে তার কণ্ঠে, ‘শিরোপা এখনও হাতছাড়া হয়ে যায়নি। অনেকেই বিশ্বাস করে আবার অনেকে করে না। আমি ১০ পয়েন্ট পিছিয়ে পরার পরও লা লিগা জিতেছি। সাফল্যের মূলমন্ত্র হচ্ছে কাজ। আর পরিস্থিতি যতই মন্দ হোক, মাদ্রিদ কখনোই হাল ছেড়ে দেয় না।’

Comments

The Daily Star  | English
Bangladesh Bank governor Ahsan H Mansur's remarks

Bangladesh in ‘intensive discussion’ with UK to recover laundered money: BB governor

Mansur said Bangladesh had requested mutual legal assistance from several countries, including the UK

2h ago