বাংলাদেশ ‘বেশি ভালো’ করাতেই তুষারদের ‘দুর্ভাগ্য’

সিলেটে অনুশীলনে বাংলাদেশ দল

গেল ক’বছ থেকেই ঘরোয়া ক্রিকেটে রানের বন্যা বইয়ে চলেছেন তুষার ইমরান। এবার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি সুযোগ পান কিনা এই নিয়ে ছিল কৌতূহল। তবে নতুন তিনজনকে নেওয়া হলেও উপেক্ষিত থেকে যান তুষার। অভিষেকের অপেক্ষায় থাকা তিনজনের মধ্যে দুজনই আবার বোলার। নির্বাচক হাবিবুল বাশার মনে করেন ব্যাটসম্যানরা ভাল করায় জাতীয় দলে জায়গা ফাঁকা হচ্ছে না। ঘরোয়া ক্রিকেটের পারফর্মাররা তাই হাবিবুলের কাছে ‘দুর্ভাগা’।

ওয়ানডে সিরিজে অভিষেক হয় ব্যাটসম্যান ফজলে মাহমুদ রাব্বি আর আরিফুল হকের। অনেকদিন পর ফেরেন পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। টেস্ট স্কোয়াডে থাকা পেসার সৈয়দ খালেদ আহমেদ, বাঁহাতি স্পিনার নাজমুল ইসলাম অপু আর ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন আছে অভিষেকের অপেক্ষায়।

টেস্ট দলে ব্যাটসম্যানদের চেয়ে বোলাররা বেশি সুযোগ পাওয়ার কারণ ওই পারফরম্যান্সের তারতম্য, ‘ব্যাটসম্যানের সংখ্যা অনেক বেশি (হাসি)। জাতীয় দলে যারা আছে তারা ভাল করছে। তারা পারফর্ম করায় জায়গা ফাঁকা হচ্ছে না। আপনি যদি দেখেন সবাই পারফর্ম করছে। বাইরে যারা আছেন তাদের জন্য দুর্ভাগ্য বলতে পারেন।’

হাবিবুলের মতে এই মুহুর্তে বাইরে থাকা ক্রিকেটারদের দুর্ভাগ্যের উল্টোপিটেই আছে বাংলাদেশ দলের সৌভাগ্য, ‘আবার আমাদের জন্য সৌভাগ্য বলতে পারেন দলে যারা আছেন তাদের অন্য কাউকে দিয়ে রিপ্লেস করতে পারছি না। আমাদের দলটা এত ভাল হয়ে গেছে।’

 

 

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Prof Muhammad Yunus yesterday ordered the authorities concerned to complete, by December, the preparations for the upcoming national election.

4h ago