ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। সেমিফাইনাল ম্যাচের মূল সময়ে ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। আর তাতে ৪-২ ব্যবধানে জয় তুলে ফাইনালের টিকেট কাটে লাল সবুজের দল।
পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে ফাইনালে উঠেছে বাংলাদেশ দল। সেমিফাইনাল ম্যাচের মূল সময়ে ১-১ গোলে সমতায় থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। আর তাতে ৪-২ ব্যবধানে জয় তুলে ফাইনালের টিকেট কাটে লাল সবুজের দল।

গ্রুপ পর্বে নেপালের বিপক্ষে লালকার্ড পাওয়ায় ছিলেন না নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা। তার বদলে মেহেদী হাসান সুযোগ পেয়েই হন দলের জয়ের নায়ক। ভারতের দুটি শট ফিরিয়ে দেন তিনি। টাইব্রেকারে বাংলাদেশের হয়ে লক্ষ্যভেদ করেন তৌহিদুল ইসলাম, রাজা আনসারি, কামরান উদ্দিন ও রোস্তম ইসলাম দুখু মিয়া।

তবে নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথমার্ধে পিছিয়ে পড়ে তারা। ম্যাচের ১৭ মিনিটে পাত্রে হারসে শৈলেষের গোলে এগিয়ে যায় ভারত। ৩৭ মিনিটে নাজমুল আহমেদের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে বিরতির আগেই সমতায় ফিরতে পারতো বাংলাদেশ।

বিরতির পর গোল শোধে মরিয়া বাংলাদেশ আক্রমণের ধার বাড়ায়। তবে বেশ কিছু আক্রমণ চালিয়েও গোলের দেখা পাচ্ছিল না দলটি। তবে ম্যাচের যোগ করা সময়ে সফল স্পটকিকে বাংলাদেশকে সমতায় ফেরান বদলী খেলোয়াড় আশিকুর রহমান। ডি-বক্সের মধ্যে ভারতের এক খেলোয়াড় রাসেল আহমেদকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

ফলে নির্ধারিত সময় শেষ হয় ১-১ গোলে। এরপর টাইব্রেকারে গোলরক্ষক মেহেদীর দৃঢ়তায় দারুণ জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ। আগামী শনিবার শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ। পাকিস্তান ও নেপালের দ্বিতীয় সেমিফাইনাল শেষেই জানা যাবে ফাইনালে তাদের প্রতিপক্ষ কাড়া হচ্ছেন।

Comments