সেই সুয়ারেজের বিকল্প খুঁজছে বার্সেলোনা

এল ক্লাসিকোতে বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসির অনুপস্থিতিতে কি দারুণ নৈপুণ্যটাই না দেখা লেন লুইস সুয়ারেজ। তার দারুণ এক হ্যাটট্রিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের গুঁড়িয়ে দেয় তারা। অথচ সেই সুয়ারেজেরই কিনা বিকল্প খুঁজছে দলটি। নির্মম সত্যি কথাটি নিজেই বললেন এ উরুগুইয়ান।

বয়সটা ৩১ পেরিয়ে ৩২ ছুঁইছুঁই। নিজের সেরা ছন্দ অনেকটাই হারিয়েছেন। রিয়াল মাদ্রিদের বিপক্ষে হ্যাটট্রিক করলেও চলতি মৌসুমে বেশ সংগ্রাম করছেন সুয়ারেজ। রিয়ালের বিপক্ষে ম্যাচ ছাড়া এ মৌসুমে খেলেছেন ১৩টি ম্যাচ। আর তাতে গোল করেছেন মাত্র ৪টি। দলের মূল স্ট্রাইকার হিসেবে যা খুবই হতাশাজনক।

আর এ বিষয়গুলো জেনেই বাস্তবতা স্বীকার করে নিলেন সুয়ারেজ। উরুগুয়ের রেডিও স্টেশন স্পোর্টস৩৬০’কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘সত্যিটা হচ্ছে বার্সেলোনা একজন নতুন নাম্বার নাইন খুঁজছে... এটা স্বাভাবিক। এর মধ্যেই আমার বয়স ৩১ পেরিয়েছে।’

২০১৪ সালে লিভারপুল থেকে ৬৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে বার্সেলোনায় নাম লেখান সুয়ারেজ। কাতালান ক্লাবের হয়ে ২১২ ম্যাচে গোল করেছেন ১৫৯টি।

খুব শিগগিরই হয়তো সুয়ারেজকে বার্সা তাদের জীবন শুরু করতে যাচ্ছে। তবে এ নিয়ে মোটেও চিন্তিত নন সুয়ারেজ। বিকল্প হিসেবে লম্বা সময় ধরে যে দলকে সাহায্য করতে পারবে তার জন্য স্থান ছেড়ে দিতে প্রস্তুত সুয়ারেজ। ন্যু ক্যাম্পে তার সময় শেষ হতে চলেছে, এটা মেনে নিয়েছেন সুয়ারেজ।

নিজের ভবিষ্যৎ ছাড়াও ভিএআর নিয়েই কথা বলেন সুয়ারেজ। ফুটবলের নতুন প্রযুক্তি নিয়ে কিছুটা সমস্যায় আছেন এ উরুগুইয়ান। যদিও রিয়ালের বিপক্ষে একটি সিদ্ধান্ত তার পক্ষেই গিয়েছে। সুয়ারেজের ভাষায়, ‘আপনি স্বতঃস্ফূর্ততা হারান। সামান্য সন্দেহ হলে ডিফেন্ডাররা হাত তোলেন। ফলে ফরোয়ার্ডরা বেশি উদযাপন করে না ও সন্দেহের কারণে। পরে এটাকে গোল দিলেও আপনি বেশি উদযাপন করতে পারেন না। উদযাপনের নির্জাসটা আর থাকেন না। ভিএআর এটা কেড়ে নিয়েছে।’

 

Comments

The Daily Star  | English

Trump says not yet made decision on whether to attack Iran

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

1d ago