রিয়ালের সবচেয়ে বাজে খেলোয়াড় কে?

বেশ বাজে সময়ের মধ্যেই যাচ্ছে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের বর্তমান সময়। যদিও আগের দিন ৪-০ গোলের বড় জয় পেয়েছে দলটি। কিন্তু তা এসেছে তৃতীয় সারির দল মেলিয়ার বিপক্ষে। রিয়ালের বাজে সময়ের জন্য দায়ী কে? এর মধ্যেই বলীর পাঠা বানিয়ে ছাঁটাই করা হয়েছে কোচ জুলেন লোপেতেগিকে।

প্রশ্ন হচ্ছে হারের দায় কি কেবল কোচেরই? খেলোয়াড়রা মাঠে সেরাটা দিতে পারছেন না। সবচেয়ে বড় কথা ৪৬৫ মিনিট গোল খরায় ছিল দলটি। যা নিজেদের ইতিহাসের সর্বোচ্চ। আর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ১-৫ গোলের হার। তাও দলের সেরা তারকা লিওনেল মেসিকে ছাড়াই তাদের বিধ্বস্ত করেছে বার্সেলোনা।

তাই দুদিন আগে মাদ্রিদের গণমাধ্যম মার্কা এক অনলাইন জরীপের আয়োজন করে। যাতে প্রশ্ন রাখা হয়, ‘রিয়াল মাদ্রিদের হয়ে চলতি মৌসুমে সবচেয়ে বাজে সময় পার করছেন কে?’

আঙুলটা ওয়েলস তারকা গ্যারেথ বেলের দিকেই তুলেছেন সমর্থকরা। যাকে কিনা ক্রিস্তিয়ানো রোনালদো যুগের পর দলের প্রধান খেলোয়াড় মানা হয়।  ৫৬ হাজারের বেশি ভক্ত বেলকেই মনে করছেন সবচেয়ে বাজে পারফর্মার। চলতি মৌসুমে মাত্র ৪টি গোল দিতে পেরেছেন এ ওয়েলস তারকা।

বিস্ময়করভাবে সমর্থকদের কাঠগড়ায় এর পরই আছেন দলের অধিনায়ক সের্জিও রামোস। ৫৩ হাজারের বেশি মানুষ মনে করেন রিয়ালের হয়ে এবার সবচেয়ে বাজে খেলছেন অধিনায়ক।  কম যাননি ফরাসী তারকা করিম বেনজেমাও। অপছন্দের তালিকায় থাকা তৃতীয় এ খেলোয়াড়ের বিপক্ষে ভোট পড়েছে ৪৬ হাজারের বেশি।

এরপরই আছেন আরেক ফরাসী রাফায়েল ভারানে। প্রায় ৪০ হাজার ভক্তের কাঠগড়ায় তিনি। এছাড়া মার্কো আসেনসিও ৩৬ হাজার, লুকা মদ্রিচ ২৩ হাজার, টনি ক্রুস ১৮ হাজার, ইসকো ১৭ হাজার, থিবো কর্তুয়া ১৬ হাজার এবং মার্সেলো ১৫ হাজার সমর্থকদের দৃষ্টিতে বাজে খেলোয়াড়।

Comments

The Daily Star  | English

Bangladesh women's football team qualify for Asian Cup

Bangladesh women's football team made history as they qualified for the AFC Women's Asian Cup for the first time. 

39m ago