সিলেট টেস্টের প্রথম দিন সমানে সমান

Taijul Islam
টেইলরকে ফিরিয়ে তাইজুলের উল্লাস। ছবি: ফিরোজ আহমেদ

শুরু আর শেষের গল্পটা ভালোই। তবে মাঝপথে পা হড়কেছিল জিম্বাবুয়ে। তবে দারুণ ছন্দে থাকা শেন উইলিয়ামস ও অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজার ব্যাটে প্রথম দিন শেষে ভালো অবস্থানেই আছে দলটি। এ দুই ব্যাটসম্যানের ফিফটিতে ৫ উইকেটে ২৩৬ রান তুলে দিন শেষ করেছে তারা। পিছিয়ে নেই টাইগাররাও।  মূলত লড়াই হচ্ছে সমান তালেই।

সংক্ষিপ্ত স্কোর:  (প্রথম দিন শেষে) 

জিম্বাবুয়ে:  ২৩৬/৫ (৯১ ওভার)(মাসাকাদজা ৫২, চারি ১৩, টেইলর ৬, উইলিয়ামস ৮৮, রাজা ১৯, মুর ব্যাটিং  ৩৭, চাকাবা ব্যাটিং  ২০; জায়েদ ১/৬১, তাইজুল ২/৮৬, আরিফুল ০/৭, মিরাজ ০/৩৭, নাজমুল ১/৪২, মাহমুদউল্লাহ ১/২)।

ভয়ঙ্কর উইলিয়ামসকে ফেরালেন মাহমুদউল্লাহ

শুরু থেকেই দারুণ ব্যাট করছিলেন ছন্দে থাকা শেন উইলিয়ামস। জিম্বাবুয়ের ইনিংসের ভিত গড়ে এক প্রান্ত আগলে রাখছিলেন তিনি। ধীরে ধীরে স্পিনারদের উপর চড়াও হওয়ার চেষ্টা করছিলেন। তবে বড় ক্ষতি করার আগেই তাকে ফিরিয়েছেন অধিনায়ক মাহমুদউল্লাহ। বল হাতে নিয়ে নিজের দ্বিতীয় ওভারে সাফল্য পান তিনি। তবে স্লিপে দারুণ ক্যাচ ধরেছেন মেহেদী হাসান মিরাজ।

আউট হওয়ার আগে ৮৮ রানের ইনিংস খেলেছেন উইলিয়ামস। ১৭৩ বলে ৯টি চারের সাহায্যে এ রান করেছেন তিনি। এ সময়ে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৫ উইকেটে ২০১ রান। ২২ রান নিয়ে ব্যাট করছেন পিটার মুর। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে নেমেছেন রেগিস চাকাভা।

উইলিয়ামস-মুরের জুটিতে পঞ্চাশ

১২৯ রানে চার উইকেট হারানোর পর পিটার মুরকে নিয়ে দলের হাল ধরেছেন ইনফর্ম ব্যাটসম্যান শেন উইলিয়ামস। এর মধ্যেই পঞ্চম উইকেট জুটিতে পঞ্চাশ রানের জুটি গড়েছেন। নিজেও এগিয়ে যাচ্ছেন সেঞ্চুরির দিকে। অপুর বলে স্কয়ার লেগে ঠেলে দিয়ে জুটির পঞ্চাশ রান স্পর্শ করেন উইলিয়ামস।

এ সময় জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৭১ ওভারে ৪ উইকেটে ১৭৯ রান। উইলিয়ামস ৭২ ও মুর ১৬ রানে ব্যাট করছিলেন।

দ্বিতীয় সেশনে টাইগারদের সাফল্য দুই উইকেট

প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও জিম্বাবুয়ের দুটি উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ দল। ১২৯ রানে ৪ উইকেট হারানো দলটি প্রতিরোধ গড়েছে শেন উইলিয়ামসের ব্যাটে। এর মধ্যেই হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। ৬২ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৪ উইকেটে ১৪৯ রান। ৫৩ রানে ব্যাট করছেন শেন উইলিয়ামস। পিটার মুর উইকেটে আছেন ৫ রানে।

সংক্ষিপ্ত স্কোর: (চা-বিরতি পর্যন্ত)

জিম্বাবুয়ে:  ১৪৯/৪ (৬২ ওভার) (মাসাকাদজা ৫২, চারি ১৩, টেইলর ৬, উইলিয়ামস ৫৩*, রাজা ১৯, মুর ৫*; জায়েদ ১/৩৭, তাইজুল ২/৬২, আরিফুল ০/২৭, মিরাজ ০/১৫ )

উইলিয়ামসের ফিফটি

দারুণ ছন্দে আছেন জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান শেন উইলিয়ামস। ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তুলে নিয়েছেন দারুণ এক সেঞ্চুরি। তিন ম্যাচে করেছেন ২২৬ রা। বাকি দুই ম্যাচেও তার ব্যাট ছিল উজ্জ্বল। সে ধারায় এবার টেস্ট ম্যাচেও তুলে নিয়েছেন নিজের হাফসেঞ্চুরি।

তাইজুল ইসলামের বলে কব্জির মোচরে মিডউইকেট ও মিডঅনের মাঝে ঠেলে ৩ রান নেন উইলিয়ামস। তাতেই পূর্ণ হয় তার হাফসেঞ্চুরি। ১২৪ বলে ফিফটি স্পর্শ করা এ ব্যাটসম্যান এ রান করতে মেরেছেন ৪টি চার।

রাজাকে ফিরিয়েছেন অপু

৮৫ রানে তিন উইকেট হারানো জিম্বাবুয়ে শেন উইলিয়ামস ও সিকান্দার রাজার ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। তবে দুর্ভোগ বড় হওয়ার আগেই রাজাকে ফিরিয়েছেন অভিষিক্ত নাজমুল ইসলাম অপু। তার আর্ম বল ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে সোজা আঘাত হানে উইকেটে। ৫২ বলে ২টি চারের সাহায্যে ১৯ রান করেছিলেন রাজা। তার বিদায়ের সময়ে জিম্বাবুয়ের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১২৯ রান।

লাঞ্চের পরই মাসাকাদজাকে ফেরালেন রাহী

শুরু থেকেই সাবলীল ব্যাট করে জিম্বাবুয়ের ইনিংসকে টেনে নিয়ে যাচ্ছিলেন অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। তবে লাঞ্চের পর প্রথম ওভারেই তার প্রতিরোধ ভেঙেছেন আবু জায়েদ রাহী। দারুণ এক ইনসুইঙ্গারে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেছেন তাকে। আউট হওয়ার আগে ৫২ রানের ইনিংস খেলেছেন মাসাকাদজা। ১০৫ বলে ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে এ রান করেছেন তিনি।

প্রথম সেশনে দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ

প্রথম সেশনটা ভালোই কাটিয়েছে বাংলাদেশ। তুলে নিয়েছেন জিম্বাবুয়ের দুই উইকেট। ওপেনার ব্রায়ান চারি ও উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রান্ডন টেইলরকে ফিরিয়েছে তারা। দুটি উইকেটই পেয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। তবে এক প্রান্ত আগলে রেখে দারুণ ব্যাটিং করে যাচ্ছেন জিম্বাবুইয়ান অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।  

সংক্ষিপ্ত স্কোর:  (প্রথম দিনের প্রথম সেশন পর্যন্ত)

জিম্বাবুয়ে: ৮৫/২  (৩১ ওভার) (মাসাকাদজা ৫২*,  চারি ১৩,  টেইলর ৬, উইলিয়ামস ১৩*; জায়েদ ০/২১, তাইজুল ২/৪৩, আরিফুল ০/৪, মিরাজ ০/৬)।

মাসাকাদজার হাফসেঞ্চুরি

দারুণ এক হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা। আবু জায়েদ রাহীর দ্বিতীয় স্পেলের প্রথম বলে দারুণ এক শটে লংঅফ সীমানা দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ফিফটি স্পর্শ করেন তিনি। ৯১ বলে হাফসেঞ্চুরি তুলে নেওয়া এ ব্যাটসম্যান ৪টি চারের সঙ্গে ২টি চারও মেরেছেন।

তাইজুলের দ্বিতীয় শিকার টেইলর

জিম্বাবুয়ের অভিজ্ঞ ব্যাটসম্যান ব্রান্ডন টেইলরকে ফিরিয়েছেন তাইজুল ইসলাম। তবে এতে দারুণ অবদান রয়েছে তরুণ নাজমুল হোসেন শান্তর। শর্ট লেগে নিচু হয়ে দুর্দান্ত ক্যাচ লুফে নিয়েছিলেন তিনি। দুই আম্পায়ার নিশ্চিত না থাকায় তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হয়েছিলেন। তবে রিপ্লেতে দেখা গেছে ঠিকভাবে বল তালুবন্দি করেছেন শান্ত। আউট হওয়ার আগে ১৫ বলে ৬ রান করেছেন টেইলর।

ব্রায়ান চারিকে ফেরালেন তাইজুল

টেস্টের প্রথম দিনের প্রথম সেশন চলছে। অথচ এখনই বেশ আগ্রাসী ব্যাট চালাতে গিয়েছিলেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান চারি। তাইজুল ইসলামের বলে হাঁটু গেরে স্লগ সুইপ করতে গিয়েছিলেন তিনি। মিস করেছেন। ফলে বোল্ড হয়েই সাজঘরে ফিরেছেন এ ওপেনার। আউট হওয়ার আগে ৩১ বলে ২টি চারের সাহায্যে করেছেন ১৩ রান।  

বাংলাদেশ একাদশ: লিটন দাস,  ইমরুল কায়েস, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহি।

জিম্বাবুয়ে একাদশ: ব্রায়ান চারি, হ্যামিল্টন মাসাকাদজা, ব্র্যান্ডন টেইলর, শেন উইলিয়ামস, সিকান্দার রাজা, পিটার মুর, রেগিস চাকাভা, কাইল জার্ভিস, ব্র্যান্ডন মাভুটা, ওয়েলিংটন মাসাকাদজা, টেন্ডাই চাতারা।

বাংলাদেশের একাদশে এক পেসার

মাত্র একজন পেসার নিয়ে খেলতে নেমেছে বাংলাদেশ। আবু জায়েদ রাহী ছাড়া বিশেষজ্ঞ কোন পেসার নেই দলে। তবে অভিষিক্ত আরিফুল হক পার্ট টাইম পেসার হিসেবে বল করতে পারবেন। 

আরিফুল ও অপুর অভিষেক

এই ভেন্যুর অভিষেকের দিনে অভিষেক হচ্ছে দুদলের চার ক্রিকেটারের। বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে আরিফুল হক ও নাজমুল ইসলাম অপুর। জিম্বাবুয়ের হয়ে অভিষেক হয়েছে ব্র্যান্ডন মাভুটা ও ওয়েলিংটন মাসাকাদজার।

সর্বশেষ ১৬ ইনিংসে ফিফটি না থাকায় ওয়েস্ট ইন্ডিজে টেস্টে একাদশে জায়গা হারান ইমরুল কায়েস। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে টিকে গেছেন টেস্ট দলেও। তামিম ইকবাল না থাকায় লিটন দাসের সঙ্গে একাদশে ফিরেছেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে আকস্মিক টেস্ট অভিষেক হওয়া তরুণ টপ অর্ডার ব্যাটসম্যান নাজমুল ইসলাম শান্ত তার দ্বিতীয় টেস্ট খেলতে নামছেন।

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বিশেষ মুদ্রায় হওয়া সিলেটের অভিষেক টেস্টে  টস  জিতে  ব্যাটিং নিয়েছে সফরকারী জিম্বাবুয়ে। এরমধ্য দিয়ে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে যাত্রা শুরু হলো সিলেটের। টস জিতলে ব্যাটিং নিতেন বলে জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও। 

Comments

The Daily Star  | English

Four die in bike collision at Jajira end of Padma Bridge

Four people died in a head-on collision between two motorcycles near the Padma Bridge's South Toll Plaza area in Jajira upazila of Shariatpur yesterday night

2h ago