আগামীকালের জেএসসি ও জেডিসি পরীক্ষা ৯ নভেম্বর
আগামীকাল রোববারের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরীক্ষা স্থগিতের জন্য ‘অনির্বার্য কারণ’ দেখানো হয়েছে।
স্থগিত হওয়া পরীক্ষা আগামী শুক্রবার (৯ নভেম্বর) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ আফরাজুর রহমান।
কওমি শিক্ষার সর্বোচ্চ স্তর দাওরায়ে হাদিসকে স্নাতকোত্তরের সমমান দেওয়ায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে কাল রোববার সকাল ১০টায় ‘শোকরানা মাহফিল’ হবে। ‘আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’–এর উদ্যোগে এ আয়োজন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, মাহফিলের কারণে শিক্ষার্থীরা যেন অসুবিধার সম্মুখীন না হয় সে কারণেই পরীক্ষা স্থগিত করে পিছিয়ে দেওয়া হয়েছে।
সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠানকে ঘিরে রোববার রাজধানীতে যান চলাচলের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে ডিএমপি। এতে বলা হয়, অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকার ব্যাপারে সম্মতি দিয়েছেন। সারা দেশ থেকে কওমি মাদরাসার সঙ্গে যুক্ত কয়েক লাখ মানুষ রাজধানীতে সমবেত হতে পারেন।
Comments