মুশফিকের কিশোর ভক্তের কাণ্ড

Mushfiqur Rahim Fan
মাঠে ঢুকে মুশফিককে জড়িয়ে ধরে কিশোর ভক্ত। ছবি: ফিরোজ আহমেদ

৪৮ তম ওভারে শেষ হয়েছে।  নাজমুল ইসলাম অপুর ওই ওভারেই জিম্বাবুয়ে হারিয়েছে সিকান্দার রাজাকে। প্রান্ত বদল করে মুশফিকুর রহিম যখন মিডিয়া প্রান্তে এসে দাঁড়িয়েছেন। তখনই হুট করে এক কিশোর পূর্ব গ্যালারির গ্রিল টপকে ঢুকে পড়ে মাঠে। সোজা দৌড়ে জড়িয়ে ধরে মুশফিকুর রহিমকে।

ছবি: ফিরোজ আহমেদ

প্রথম  চমকে উঠেছিলেন মুশফিক। সামলে নিয়েই তিনিও জড়িয়ে ধরেন কিশোরকে। তবে নিরাপত্তাকর্মীদের এসব ভালো লাগার কথা না। তাদের বেষ্টনী বুড়ো আঙুল দেখিয়ে মাঠে ঢোকে পড়া কিশোরকে পাঁজকোলা করে বাইরে নিয়ে গেছেন তারা। জানা গেছে, মাঠে ঢোকে পড়া এই কিশোরের নাম সাইফুল আলম অনিক। লাক্কাতুরা স্টেডিয়াম ঘেঁষা পাড়াতেই তার বাড়ি। সে গ্যালারিতেও এসেছিল প্রাচীর টপকে। গ্যলারীরতে এসেই থেমে থাকেনি। গ্রিল টপকে ঢুকে যায় মাঠে।  এই কিশোরকে প্রথমে পুলিশের কাছে দেওয়া হলেও পরে ছেড়ে দেওয়া হয়েছে। 

Mushfiqur Rahim Fan
ছবি: ফিরোজ আহমেদ

খেলা চলাকালীন ক্রিকেট মাঠে দর্শকদের ঢোকে পড়ার ঘটনা অবশ্য বহুবার দেখা গেছে। বাংলাদেশে এর আগে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডেতে মাশরাফি মর্তুজার এক ভক্ত ঢুকে পড়েছিলেন মাঠে। সেসময় তাকে ধরে নিয়ে দিয়ে দেওয়া হয়েছিল পুলিশকে। মাশরাফির অনুরোধেই পরে তাকে ছেড়ে দেওয়া হয়।

 

 

Comments