শীর্ষ করদাতা তালিকায় ট্রান্সকম, ডেইলি স্টার, প্রথম আলো
ঢাকা সিটি করপোরেশন এলাকায় সর্বোচ্চ করদাতার তালিকায় রয়েছেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। সাংবাদিক শ্রেণিতে এবারও সেরা করদাতা হচ্ছেন দ্য ডেইলি স্টার–এর সম্পাদক মাহফুজ আনাম ও বাংলা দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যম শ্রেণিতে শীর্ষ করদাতা চারটি প্রতিষ্ঠানের মধ্যে তিনটিই ট্রান্সকম গ্রুপের সঙ্গে সম্পর্কিত।
সাংবাদিক শ্রেণিতে শীর্ষ পাঁচ জন করদাতার মধ্যে আরও রয়েছেন চট্টগ্রামের দৈনিক আজাদি-এর সম্পাদক এমএ মালেক, চ্যানেল আই-এর পরিচালক ও হেড অব নিউজ শাইখ সিরাজ ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম।
কোম্পানি পর্যায়ে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া শ্রেণিতে সর্বোচ্চ করদাতা কোম্পানির মধ্যে রয়েছে মিডিয়াওয়ার্ল্ড লিমিটেড, মিডিয়াস্টার ও ট্রান্সক্রাফট লিমিটেড। এর মধ্যে মিডিয়াওয়ার্ল্ডের মালিকানায় রয়েছে দ্য ডেইলি স্টার, মিডিয়াস্টারের মালিকানায় প্রথম আলো ও ট্রান্সক্রাফট লিমিটেড থেকে পত্রিকাদুটি মুদ্রিত হয়। এই শ্রেণিতে শীর্ষ করদাতার মধ্যে আরও রয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ।
এবছর শীর্ষ করদাতা পাঁচ সাংবাদিকের মধ্যে চার জন গতবারের তালিকাতেও শীর্ষ স্থানে ছিল। দৈনিক সমকাল-এর প্রয়াত সম্পাদক গোলাম সারোয়ারের জায়গায় এবার উঠে এসেছেন নঈম নিজাম।
জাতীয় ট্যাক্সকার্ড নীতিমালা, ২০১০ (সংশোধিত) অনুযায়ী গত বৃহস্পতিবার সেরা করদাতা মোট ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা উল্লেখ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) প্রজ্ঞাপন প্রকাশ করেছে। আগামী ১২ নভেম্বর তাদেরকে ট্যাক্স কার্ড দিয়ে সম্মানিত করবে এনবিআর।
Comments