৩ দিনের ফোকফেস্ট, জেনে নিন থাকছেন কারা

ঘোষণা এলো লোকগানের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৮’ এর। আগামী ১৫ নভেম্বর শুরু হয়ে তিনদিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ১৭ নভেম্বর।
Folkfest press
৫ নভেম্বর ২০১৮ লোকগানের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৮’ এর সংবাদ সম্মেলনে উপস্থিত (বাম থেকে) বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশনসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী এবং সংসদসদস্য ও লোকসংগীত শিল্পী মমতাজ বেগম। ছবি: সংগৃহীত

ঘোষণা এলো লোকগানের উৎসব ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৮’ এর। আগামী ১৫ নভেম্বর শুরু হয়ে তিনদিনব্যাপী এই উৎসবের পর্দা নামবে ১৭ নভেম্বর।

প্রতিবারের মতো এবারও রাজধানীর আর্মি স্টেডিয়ামেই বসবে দেশ-বিদেশের লোকগানের শিল্পীদের আসর। আয়োজক বাংলাদেশসহ সাতটি দেশের শিল্পীরা অংশ নেবেন এবারের উৎসবে। গান করবেন মোট ১৭৪ জন।

এদের মধ্যে বাংলাদেশের শিল্পীরা হলেন মমতাজ বেগম, বাউল আব্দুল হাই দেওয়ান, বাউল কবির শাহ এবং নকশীকাঁথা ও স্বরব্যাঞ্জোর শিল্পীরা।

ভারত থেকে আসবেন ওয়াদালি ব্রার্দাস, রাঘুদিক্ষীত, সাত্যকি ব্যানার্জি, পাকিস্তান থেকে শাফকাত আমানাত আলী, বাহরাইন থেকে মাজায, যুক্তরাষ্ট্র থেকে গ্র্যামি বিজয়ী লস টেক্সমেনিয়াক্স, পোল্যান্ড থেকে দিকান্দা এবং স্পেনের লাস মিগাস।

ফোকফেস্টের এই চতুর্থ আসরেও দর্শকরা বিনামূল্যে মাটি আর মানুষের গানের সুর উপভোগ করতে পারবেন। সেজন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন চলবে আগামীকাল (৬ নভেম্বর) থেকে ১০ নভেম্বর পর্যন্ত। ফোক ফেস্টের ওয়েবসাইটে (www.dhakainternationalfolkfest.com) রেজিস্ট্রেশন করা যাবে। প্রতিদিন দুপুর ৩টা থেকে শুরু হবে রেজিস্ট্রেশনের কার্যক্রম।

‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট-২০১৮’-এর আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সান ফাউন্ডেশন ও সান কমিউনিকেশনসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী, বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের, ঢাকা ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, গ্রামীণফোনের চিফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন এবং সংসদসদস্য ও লোকসংগীত শিল্পী মমতাজ বেগম।

আয়োজক প্রতিষ্ঠানের পক্ষ থেকে অঞ্জন চৌধুরী বলেন, “লোকজ গান আমাদের বাঙালি সত্বার শেকড়। আমাদের পিতৃপুরুষের শরীরের সুবাস মাখা আছে সেসব গানে। গানের এই দেশের আনাচে-কানাচে অনেক লোকগানের শিল্পী রয়েছেন। মানুষেরা তাদের গান প্রচুর শোনেন।“

“এ শিল্পীদের অনেকে জানেনই না পৃথিবীজুড়ে বহু মানুষ তাদের গান শোনেন। অথচ, এর বিনিময়ে তারা কোনো অর্থ পান না। অনেক কষ্টে তারা জীবন ধারণ করে থাকেন। মূলত এসব শিল্পীদের জন্য কাজ করার লক্ষ্যে আমরা ফোকফেস্ট-এর আয়োজন করি। তাদেরকে সবার সামনে তুলে ধরতে চাই,” যোগ করেন সান কমিউনিকেশনসের চেয়ারম্যান।

আবুল খায়ের বলেন, “ফোকফেস্ট হচ্ছে আমাদের শিল্পের মূলধারার জিনিস। আমি আয়োজক প্রতিষ্ঠানকে ধারাবাহিকভাবে এই আয়োজন করার জন্য সাধুবাদ জানাই। আশা করি এবারেও লোকসংগীত উৎসবে মাতোয়ারা হবেন শ্রোতারা।”

উল্লেখ্য, ২০১৫ সাল থেকে ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট অনুষ্ঠিত হয়ে আসছে। সাফল্যের ধারা অব্যাহত রাখতেই চতুর্থবারের মতো এবছর ‘আন্তর্জাতিক লোকসংগীত উৎসব’ আয়োজন করতে যাচ্ছে সান ফাউন্ডেশন।

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

5h ago