জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের চমক মোহর-শফিকুল
জাতীয় লিগে নির্বাচকদের নজর কেড়ে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের দলে ডাক পেয়েছিলেন মোহর শেখ অন্তর। সে ম্যাচেও খারাপ করেননি। তবে এবার জাতীয় লিগের পঞ্চম রাউন্ডে করেছেন ক্যারিয়ার সেরা বোলিং। নিজের দ্বিতীয় প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নেমে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন, আরেক তরুণ পেসার শফিকুল ইসলাম নিয়েছেন ৩ উইকেট। দুজনে মিলে একশোর নিচে ধসিয়ে দিয়েছেন বরিশালকে।
সোমবার রাজশাহীতে এক দিনের দুদলের উইকেট পড়েছে ১৬টি। আগে ব্যাট করে বরিশাল অলআউট হয়ে যায় মাত্র ৯৭ রান। দিনশেষে স্বস্তিতে নেই স্বাগতিকরাও। ১২৪ রান তুলতেই তারা হারিয়েছে ৬ উইকেট।
টস জিতে বরিশালকে ব্যাট করতে পাঠায় রাজশাহী। বরিশালের টপ অর্ডার প্রথমে ধসিয়ে দেন বাঁহাতি পেসার শফিকুল ইসলাম। সালমান হোসেন, শাহরিয়ার নাফীস আর ফজলে মাহমুদকে ফিরিয়ে দেন ১৬ রানের ভেতর।
এরপর মোহরের তোপ। একের পর এক উইকেট খুয়াতে থাকা বরিশাল আর কুলিয়ে উঠতে পারেনি। ১৩ ওভার ২ বল করে ২৪ রান দিয়ে ৫ উইকেট নিয়েছনে এই মিডিয়াম পেসার।
জবাবে ব্যাট করতে নেমে কেবল জুনায়েদ সিদ্দিকিই পেয়েছেন রান। দিনশেষেও ৭২ রানে অপরাজিত আছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ সাব্বির রহমান টানা দ্বিতীয় ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে।
সংক্ষিপ্ত স্কোর:
(প্রথম দিন শেষে)
বরিশাল প্রথম ইনিংস: ( নাফীস ৮, সালমান ১, ফজলে ১, আল-আমিন ২৫, মোসাদ্দেক ২২, নুরুজ্জামান ০, সামসুল ইসলাম ৩, সোহাগ গাজী ৫, কামরুল ৩, মনির ৭, তানবীর ১৭; ফরহাদ ২/৪২, শফিকুল ৩/২০, মোহর শেখ ৫/২৪, মুক্তার ০/৯)
রাজশাহী প্রথম ইনিংস: ১২৪/৬ (সাব্বির হোসেইন ১১, মিজানুর ০, জুনায়েদ ৭২*, ফরহাদ ৩, জহুরুল ২৫, সাব্বির রহমান ০, সানজামুল ৫, রেজা ৪* ; কামরুল ২/৪৬, তানবির ১/১৮, মোসাদ্দেক ০/১৬, নুরুজ্জামান ০/১০, গাজী ১/২৪, মনির ২/৮)
Comments