তফসিল ঘোষণা কবে?
সরকারের সঙ্গে সংলাপ শেষ না হওয়া পর্যন্ত আগামী জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণা থেকে বিরত থাকার জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানানো হয়েছে। গতকাল নির্বাচন ভবনে জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা নির্বচন কমিশনারদের সঙ্গে বৈঠকে এই অনুরোধ জানান। তবে নির্বাচন কমিশন আগেই বলে রেখেছে যে আগামী বৃহস্পতিবারই তফসিল ঘোষণা করা হবে।
এই বৈঠকের পর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী বৃহস্পতিবার তারা নিজেরা বৈঠক করবেন। জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের দেওয়া প্রস্তাব নিয়ে সেদিন তারা সিদ্ধান্ত নিবেন।
সংলাপ শেষ না হওয়া পর্যন্ত তফসিল ঘোষণা না করার ব্যাপারে এর আগেই নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন। এর পরই গতকাল এই বৈঠক হলো।
গতকালের বৈঠকের সূত্রগুলো জানিয়েছে, নির্বাচন কমিশন ও জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে বেশ কিছু বিষয় উত্তাপ ছড়িয়েছে। বিশেষ করে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার নিয়ে দুপক্ষের মধ্যে উত্তপ্ত আলোচনা হয়। তবে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব হেলালউদ্দিন আহমেদ এধরনের ঘটনার কথা অস্বীকার করেন।
বৈঠক সূত্রগুলো জানায়, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন যে তারা নির্বাচন কমিশনের প্রতি অনাস্থা জানাতে সেখানে যাননি। কিন্তু এই নির্বাচন কমিশনের প্রতি জনগণের কোনো বিশ্বাস নেই। এর জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, আপনার ওপরই জনগণের কোনো আস্থা নেই। এর উত্তরে মান্না বলেন, আপনি সংযত হয়ে কথা বলুন।
ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলনের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আলোচনার এক পর্যায়ে ইভিএম নিয়ে চ্যালেঞ্জ করেন। তিনি দাবি করেন ইভিএম ‘ম্যানিপুলেট’ করা সম্ভব। অন্যদিকে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাখাওয়াত হোসেন চৌধুরী বলেন যে, ইভিএম মেশিন সম্পর্কে পূর্ণ ধারণা না নিয়েই তিনি অভিযোগ তুলছেন।
বৈঠক শেষে আসম আব্দুর রব বলেন, বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনী মোতায়েন ও ইভিএম ব্যবহার নিয়ে নির্বাচন কমিশন পরে তাদের অবহিত করবে।
Comments