রাষ্ট্রপতির কাছে সংলাপ চেয়ে বি. চৌধুরীর চিঠি

নির্বাচন নিয়ে আলোচনার জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে চিঠি দিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। চিঠিটি আজ (৬ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গভবনে পৌঁছেছে বলে বিকল্পধারা বাংলাদেশ সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

চিঠিতে বি. চৌধুরী লিখেছেন, ‘কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যুক্তফ্রন্টের নেতারা আপনার (রাষ্ট্রপতি) সঙ্গে আলোচনা করতে আগ্রহী।’

চিঠিতে আরও বলা হয়, ‘সংবিধান অনুসারে নির্বাচনের মূল পরিচালক নির্বাচন কমিশন। নির্বাচনকালীন নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে রাষ্ট্রপতির অধীনস্ত। সে হিসেবে নির্বাচনপ্রক্রিয়া নিরপেক্ষ করার লক্ষ্যে আপনার মাধ্যমে নির্বাচন কমিশনের ক্ষমতা ও দায়িত্ব সম্পর্কে আলোচনা করতে চাই।’

চিঠিতে রাষ্ট্রপতির কাছে অনুরোধ জানিয়ে বি. চৌধুরী লিখেন, ‘সময় খুব সংক্ষিপ্ত।’ আগামীকালের মধ্যে যেন তিনি (রাষ্ট্রপতি) সময় নির্ধারণ করেন।

এরইমধ্যে, একই ইস্যুতে আলোচনার জন্য প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে আগামী ৯ নভেম্বরের আগে সময় চেয়ে চিঠি দিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান। বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক আজ চিঠিটি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কাছে পৌঁছে দেন।

Comments