দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্যে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।
আজ (৯ নভেম্বর) সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে এই ফরম বিক্রি শুরু করেন।
দলের নেতাদের বরাত দিয়ে আমাদের স্টাফ সংবাদদাতা জানান, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে ফরম কেনার মাধ্যমে সেতুমন্ত্রী ফরম বিক্রির আনুষ্ঠানিকতা শুরু করেন।
আওয়ামী লীগের নেতারা বলেন, আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচনের জন্যে দলের প্রতিটি মনোনয়ন ফরমের দাম ধরা হয়েছে ৩০ হাজার টাকা।
এদিকে, ফরম সংগ্রহের জন্যে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতা-কর্মী সকাল থেকেই দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সামনে জড়ো হয়েছেন।
Comments