জাতীয় ক্রিকেট লিগ ২০১৮-১৯ মৌসুম

ব্যাটিংয়ে সেরা সাদমান, বোলিংয়ে নাঈম

জাতীয় ক্রিকেট লিগে এবারের মৌসুমে দেখে গেছে বড় বড় রান। দারুণ বোলিং করেও আলো কেড়েছেন কেউ কেউ। তবে লিগ শেষে সবাইকে ছাপিয়ে দুই বিভাগে সেরা দুই তরুণ। ৬৪৮ রান করে ব্যাটিংয়ে সেরা ঢাকা মেট্ররোর বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। ২৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী চট্টগ্রামের অফ স্পিনার নাঈম হাসান।

জাতীয় ক্রিকেট লিগে এবারের মৌসুমে দেখে গেছে বড় বড় রান। দারুণ বোলিং করেও আলো কেড়েছেন কেউ কেউ। তবে লিগ শেষে সবাইকে ছাপিয়ে দুই বিভাগে সেরা দুই তরুণ। ৬৪৮ রান করে ব্যাটিংয়ে সেরা ঢাকা মেট্ররোর বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম। ২৮ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী চট্টগ্রামের অফ স্পিনার নাঈম হাসান।

মোট ১০ ইনিংস ব্যাট করে সাদমান দুই সেঞ্চুরি আর তিন ফিফটিতে করেন ৬৪৮ রান। তার চেয়ে এক ইনিংস কম ব্যাট করা অভিজ্ঞ তুষার ইমরান করেছেন ৫১৮ রান। তবে সবচেয়ে বেশি তিন সেঞ্চুরি এসেছে তার ব্যাট থেকে। জাতীয় দলে আসা যাওয়ার মধ্যে থাকা সৌম্য সরকার ৮ ইনিংস খেলেই করেছেন ৪৭১ রান।

এবারও রান পেয়েছেন রংপুরের অভিজ্ঞ ব্যাটসম্যান নাঈম ইসলাম।

বোলিংয়ে সেরা পাঁচের চারজনই স্পিনার। এদের মধ্যে নাঈম নিজেকে চেনালেন নতুন করেন। জাতীয় ক্রিকেট লিগে প্রথমবারের মতো সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছেন তিনি। ৯ ইনিংস বল করে ২৮ উইকেট নিয়েছেন তিনি। পাঁচ উইকেট নিয়েছেন দুবার। ম্যাচে ১০ উইকেটও নিয়েছেন একবার।

বাঁহাতি স্পিনার আরাফাত সানি পেয়েছেন ৯ ইনিংসে ২৩ উইকেট। সেরা পাঁচে থাকা একমাত্র পেসার ফরহাদ রেজা ১২ ইনিংস বল করে নিয়েছেন ২২ উইকেট। বাঁহাতি স্পিনার সানজামুল ইসলাম আর অভিজ্ঞ সোহাগ গাজীও দেখিয়েছেন বল হাতে ঝলক।

 

এনসিলের সেরা পাঁচ ব্যাটসম্যান

নাম/দল ইনিংস রান    সর্বোচ্চ গড়    সেঞ্চুরি/ফিফটি

সাদমান ইসলাম/ঢাকা মেট্রো    ১০    ৬৪৮   ১৮৯   ৬৪.৮০ ২/৩

তুষার ইমরান/খুলনা    ৯     ৫১৮   ১৫৯   ৫৭.৫৫ ৩/১

সৌম্য সরকার/খুলনা    ৮     ৪৭১   ১০৩*  ৬৭.২৮ ১/৪

নাঈম ইসলাম/রংপুর    ১০    ৪৪৪   ১০০*  ৪৯.৩৩ ১/৩

রনি তালুকদার/ঢাকা বিভাগ     ৬     ৪২৬   ২২৮*  ৮৫.২০ ১/২

 

এনসিএলের সেরা পাঁচ উইকেট শিকারি:

নাম/দল ইনিংস উইকেট ইনিংস সেরা    ম্যাচ সেরা     গড়    ৫/১০ উইকেট

নাঈম হাসান/চট্টগ্রাম    ৯     ২৮    ৮/১০৬ ১১/১৪৫ ২৫.০৩ ২/১

আরাফাত সানি/মেট্রো   ৯     ২৩    ৭/৫৭  ৮/৬৫ ২৪.৬৫ ১/০

ফরহাদ রেজা/রাজশাহী  ১২    ২২    ৪/২৬  ৭/৮০ ২৬.৫৯ ০/০

সানজামুল ইসলাম/রাজশাহী     ১১     ২০    ৭/৬৯ ১১/১৪১ ২৯.৫০ ১/১

সোহাগ গাজী/বরিশাল   ৮     ১৯    ৫/৪০  ৭/১০৫ ২৭.৯৪ ১/০

 

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago