‘বাংলাদেশের সমস্যা শৃঙ্খলায়’

ওয়ানডেতে ক্রিকেট বিশ্বে রীতিমতো জায়ান্ট হিসেবে নিজেদের পরিণত করেছে টাইগাররা। খুব বেশি পিছিয়ে নেই টি-টোয়েন্টিতেও। কিন্তু টেস্ট ক্রিকেটে মাঠে নামলেই সব গুবলেট হয়ে যায় বাংলাদেশের। আর এর প্রধান সমস্যাই ব্যাটিং। কিন্তু কেন?
Mahmudullah
আউট হয়ে হতাশা ঝাড়ছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ছবি: ফিরোজ আহমেদ

ওয়ানডেতে ক্রিকেট বিশ্বে রীতিমতো জায়ান্ট হিসেবে নিজেদের পরিণত করেছে টাইগাররা। খুব বেশি পিছিয়ে নেই টি-টোয়েন্টিতেও। কিন্তু টেস্ট ক্রিকেটে মাঠে নামলেই সব গুবলেট হয়ে যায় বাংলাদেশের। আর এর প্রধান সমস্যাই ব্যাটিং। কিন্তু কেন?

অধিনায়ক মাহমুদউল্লাহ কাঠগড়ায় তুললেন ব্যাটসম্যানদের শৃঙ্খলার অভাবকে, ‘আমার কাছে মনে হয় শৃঙ্খলার অভাবের কারণেই এমনটা হচ্ছে। যেটি আমি আগেই বললাম যে টেস্ট ক্রিকেটে মনোযোগের লেভেলটাও সে রকম পর্যায়ে থাকতে হবে। তা না হলে পারফর্ম করার সুযোগ অনেক কম।’

সংস্করণ যাই হোক, আক্রমণাত্মক ব্যাটিংই পছন্দ করেন টাইগাররা। সাদা পোশাকে নামলেও ব্যাটিং করতে থাকেন ওয়ানডে স্টাইলে। ভাগ্যটা মাঝে মধ্যে তাদের পক্ষে হয়তো যায়। কিন্তু অধিকাংশ সময়েই বিপক্ষে। ঠিক এ কথাই যেন বললেন অধিনায়ক। শট নির্বাচনটা যে ভুল হচ্ছে স্বীকার করে নিলেন সে কথা।

বিশেষ করে নিজের মধ্যে ধৈর্যের অভাবটাও টের পাচ্ছেন মাহমুদউল্লাহ, ‘যেটা আগেই উল্লেখ করলাম যে স্লো এবং স্পিনিং উইকেটে যেখানে বল হয়তো কাছে কম আসে, তখন আপনাকে অবশ্যই সেভাবে খেলতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে খেলা লাগবে এবং শৃঙ্খলার ব্যাপারটি অবশ্যই গুরুত্বপূর্ণ। টেস্টে আরও ধৈর্য নিয়ে খেলতে হবে।’

১১০, ১২৩, ৪৩, ১৪৪, ১৪৯, ১৬৮, ১৪৩ এবং ১৬৯। সবশেষ আটটি ইনিংসে বাংলাদেশের করা স্কোর। অথচ সংস্করণটা বদলালেই ভিন্ন বাংলাদেশ। সাদা পোষাকে নামলেও যেন ব্যাটিং ভুলে যান টাইগাররা। অতিরিক্ত আগ্রাসনকেই মূল দায়টা দিলেন অধিনায়ক।

সিলেট টেস্টে ব্যাটসম্যানদের ব্যর্থতার ধারাবাহিকতায় ছিলেন মাহমুদউল্লাহ। দুই ইনিংসেই উইকেট বিলিয়ে এসেছেন তিনিও। তাই বিশেষ নজর দিচ্ছেন নিজের ব্যাটিংয়েও, ‘ভালো অধিনায়ক হতে হলে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। সবার আগে একজন ব্যাটসম্যান, গত তিন চারটি ম্যাচে আমার ভালো কোন ইনিংস নেই সুতরাং অবশ্যই আমি আমার পারফর্মেন্স নিয়ে চিন্তা করছি।’

Comments

The Daily Star  | English

One month of interim govt: Yunus navigating thru high hopes

A month ago, as Bangladesh teetered on the brink of chaos after the downfall of Sheikh Hasina, Nobel Laureate Muhammad Yunus returned home to steer the nation through political turbulences.

7h ago