আঠারোতেও ‘প্রাপ্তবয়স্ক’ নয় বাংলাদেশ

অনুশীলনে বাংলাদেশ দল। ছবি : ফিরোজ আহমেদ।

সুদীর্ঘ ১৮ বছর। সেই ২০০০ সালের ১০ নভেম্বর শুরু। এ সময়ে ১০৯টি টেস্ট খেলেছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। কিন্তু তাতে জয় এসেছে মাত্র ১০টিতে। এমনকি ড্রও মাত্র ১৬টি। পারফরম্যান্সের বিচারে তাই এখনও প্রাপ্তবয়স্ক হয়ে ওঠেনি বাংলাদেশ। বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মনে করেন এমনটাই।

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে রোববার শুরু হচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট। মাঠে নামার আগে চলছে টাইগারদের পারফরম্যান্সের চুলচেরা বিশ্লেষণ। কারণ একটাই। সিলেটে অপেক্ষাকৃত দুর্বল জিম্বাবুয়ের কাছে যে বড় ব্যবধানেই হেরেছে বাংলাদেশ। ১৫১ রানের এ হারের পর তাই টেস্টের দুর্দশা নিয়ে প্রশ্ন উঠছে বারবার।

মাহমুদউল্লাহর বিশ্লেষণ, ‘যদি ফলাফল হিসেবে করে দেখেন, তাহলে হয়তো ওতটা প্রাপ্তবয়স্ক হয় নি।’ আর এমনটা বলার কারণও বলেন অধিনায়ক, ‘টেস্ট ক্রিকেটটা আপনাকে খেলতে থাকতে হবে, তারপর আপনি ফলাফলটা পাবেন। অন্য সংস্করণে আমরা যেভাবে ভালো খেলছি, ছন্দ ধরতে পেরেছি, টেস্টে হয়তো সেটা ধরতে পারছি না।’

‘কিছু ম্যাচে আমরা ভালো করেছি, কিছু ম্যাচে আবার বাজে পারফর্ম করেছি। এই জিনিসটা থেকে বের হওয়া দরকার, বের হতেই হবে। ধারাবাহিকতাটা বেশ গুরুত্বপূর্ণ, টেস্ট ক্রিকেটে। শৃঙ্খলা থাকতে হবে আমাদের তিন বিভাগেই। টেস্ট ক্রিকেটে আপনাকে বড় জুটি গড়তেই হবে, ব্যাটিং কিংবা বোলিং। তাহলে আপনার ফলাফল পক্ষে আসবেই।’ – যোগ করে আরও বলেন অধিনায়ক।

সিলেট টেস্টে হারের কারণে এখন সিরিজ হারের শঙ্কায় পড়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে জিততেই হবে টাইগারদের। এমনকি ড্র হলেও সিরিজ হারের হতাশায় পুড়তে হবে তাদের। তবে এমন বাজে পারফর্ম হঠাৎ করে ঘটে যাওয়া কোনো দুর্ঘটনা নয়, চলতি বছরে যে হারের বৃত্তেই আছে দলটি।

শুধু তাই নয়, শেষ আট ইনিংসে তারা একবারও দুই শত রান কোটা ছুঁতে পারেননি। এমনকি দেড়শর উপরে করেছে মাত্র দুইবার। ১১০, ১২৩, ৪৩, ১৪৪, ১৪৯, ১৬৮, ১৪৩ এবং ১৬৯। এই পরিসংখ্যানই বলে দিচ্ছে ক্রিকেটের অভিজাত এ সংস্করণে এখনও কতটা নির্বিষ বাংলাদেশ দল।

Comments

The Daily Star  | English

Israel army warns 'danger persists' despite ceasefire with Iran

Trump brokered ceasefire agreement in contact with Israel, Iran: White House official

2d ago