প্রথম ইনিংসই ঠিক করে দেবে মিরপুর টেস্টের গতিপথ

Mominul Haque
১৬১ রানের ইনিংসের পথে মুমিনুল। ছবি: ফিরোজ আহমেদ

সকালে কাইল জার্ভিস, টেন্ডাই চাতারার বল আচমকা লাফিয়েছে অনেকবার, মিলেছে মুভমেন্ট। দিন গড়াতে ব্যাটিংয়ের যথেষ্ট ভালো হলেও মিরপুরের উইকেট থেকে সারাদিনই ‘ইন্টারেস্টিং’ অনেক কিছুই দেখেছেন সেঞ্চুরি করা মুমিনুল হক। এই বোধ থেকেই তার মনে হচ্ছে এই টেস্টের হিসেব ঠিক করে দেবে প্রথম ইনিংসই।

টস জিতে ব্যাটিং নিয়ে ২৬ রানে ৩ উইকেট হারানোর পর আসে বড় জুটি, জোড়া সেঞ্চুরি। মুমিনুল হক আর মুশফিকুর রহিমের ২৬৬ রানের জুটিতে দিনশেষে ৫ উইকেটে ৩০৩ রান করেছে স্বস্তিতে বাংলাদেশ। দ্বিতীয় দিনে অন্তত সাড়ে চারশোয় গিয়ে থামতে চায় মাহমুদউল্লাহরা।

সিলেটে দুই ইনিংসে ১৪৩ আর ১৬৯ রান করতে পেরেছিল বাংলাদেশ। হেরেছিল ১৫১ রানের বিশাল ব্যবধানে। মিরপুরের উইকেটকে বরাবরই অননুমেয় বলে আসছে বাংলাদেশ দল। এবার সেঞ্চুরি করেও এবার সেটাকে চ্যালেঞ্জিং মনে হচ্ছে তার, ‘সিলেট ও এই উইকেটের মধ্যে একটু পার্থক্য রয়েছে। সিলেটের উইকেট একটু মন্থর ছিল। এই উইকেট একটু চ্যালেঞ্জিং। ’

‘উইকেটে এখনও কিছু না কিছু হচ্ছে। সারাদিন হয়েছে, যতদিন খেলা হবে কিছু না কিছু হবে। উইকেটটা খুব ইন্টারেস্টিং। ’

প্রথম দিনে উইকেট থেকে উঁচুনিচু বাউন্স পেয়েছেন মুমিনুল। তাতে তার মনে হচ্ছে তৃতীয় বা চতুর্থ দিনে এখানে খেলাটা হবে বেশ কঠিন, ‘আমার কাছে তাই (প্রথম ইনিংস গতিপথ ঠিক করে দেবে) মনে হয়। প্রথম দিন যদি এমন হয় তাহলে চিন্তা করেন তিন নম্বর দিন বা চার নম্বর দিন কি হতে পারে। প্রথম ইনিংস অনেক গুরুত্বপূর্ণ।’

Comments