বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু, ৩ আসনে খালেদা

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম নিচ্ছেন আব্দুল আউয়াল মিন্টু। ছবি: আমরান হোসেন

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশ নেওয়ার গোষণা দেওয়ার একদিন পর আজ সোমবার থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য তিনটি মনোনয়ন ফরম সংগ্রহ করার মধ্য দিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ এই কার্যক্রম শুরু হয়।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান খালেদার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন। ফেনী-১ বগুড়া সদর ও বগুড়া-৭ আসনের জন্য খালেদার মনোনয়ন ফরম নেওয়া হয়।

রিজভী জানান, সকাল ১১টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে তারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দলটি প্রতিটি মনোনয়ন ফরমের দাম রাখছে ৩০ হাজার টাকা।

সেইসঙ্গে বিভিন্ন সময় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দল থেকে বহিস্কৃত প্রায় এক ডজন নেতাকর্মীকে আজ দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য তানভির আহমেদ সিদ্দিকীও তাদের মধ্যে রয়েছেন।

এর আগে গত শুক্রবার দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সেদিন সকালে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে এই ফরম বিক্রি উদ্বোধন করেন।

Comments

The Daily Star  | English

What's inside Trump's tariff letter to Yunus

The letter stated that Bangladeshi goods transshipped to evade the new tariff would be subject to higher duties.

38m ago