যে তারকারা কিনলেন আওয়ামী লীগের মনোনোয়ন ফরম

আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শোবিজের অনেকেই। ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে শোবিজের তারকাদের আনাগোনা ছিলো চোখে পড়ার মতো।
AL logo

আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শোবিজের অনেকেই। ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে শোবিজের তারকাদের আনাগোনা ছিলো চোখে পড়ার মতো।

এখন পর্যন্ত আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা শিল্পীদের মধ্যে রয়েছেন- চলচ্চিত্র অভিনেতা ফারুক, অভিনেত্রী সারাহ বেগম কবরী, কণ্ঠশিল্পী মমতাজ বেগম, বর্তমান সরকারের মন্ত্রী ও অভিনেত্রী তারানা হালিম, অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল, অভিনেত্রী শমী কায়সার, অভিনেত্রী রোকেয়া প্রাচী, চিত্রনায়ক শাকিল খান এবং অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

চলচ্চিত্র অভিনেতা ফারুক গাজীপুর-৫ আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচনে আগ্রহী। সেই কারণে তিনি মনোনয়ন ফরম কিনেছেন।

কবরী আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন ঢাকা-১৭ আসন থেকে নির্ব াচনের জন্যে।

কন্ঠশিল্পী মমতাজ ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও একই আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম কিনেছেন তিনি।

তারানা হালিম টাঙ্গাইল-৬ আসন থেকে নির্বাচন করার জন্য আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফরম নিয়েছেন।

ঢাকা-১৪ (মিরপুর) আসনে নির্বাচন করার জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অভিনেত মনোয়ার হোসেন ডিপজল।

এদিকে, ফেনী-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। একই আসনের জন্যে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী শমী কায়সার।

এক সময়ের চিত্রনায়ক শাকিল খান বাগেরহাট-৩ আসনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন।

এছাড়াও, ময়মনসিংহ-৩ আসনের জন্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম নিয়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।

Comments

The Daily Star  | English
RMG export to EU rises

Garment export to US falls 9.16% in Jan-Aug

Data released from the Office of Textiles and Apparel (OTEXA) showed the fall

3h ago