নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক চায় বিএনপি

BNP logo

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অধিক সংখ্যক বিদেশি পর্যবেক্ষক পাঠানোর জন্য ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল (১২ নভেম্বর) গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি আয়োজিত এক ব্রিফিংয়ে এই আহ্বান জানানো হয়।

এ সময় মঈন খানের নেতৃত্বে বিএনপির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র, ভারতসহ অন্যান্য দেশের ২০ সদস্য বিশিষ্ট কূটনীতিক ও প্রতিনিধি দলকে আসন্ন নির্বাচনকালীন পরিস্থিতি সম্পর্কে ব্রিফ করা হয়।

কূটনীতিকদের কাছে লিখিত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, ‘আমরা আশা করছি, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে আপনারা সহায়তার হাত বাড়িয়ে দেবেন। একইসঙ্গে প্রয়োজনীয় মুহূর্তে যত দ্রুত সম্ভব বেশি সংখ্যক পর্যবেক্ষক ও নিরীক্ষক পাঠিয়ে দেবেন।’

ব্রিফিংয়ে অংশ নেওয়া কয়েকজনের বরাতে জানা গেছে, নির্বাচন পর্যবেক্ষণের জন্য ঢাকায় অবস্থিত প্রায় সবকটি দূতাবাসে চিঠি দিতে পারে বিএনপি। দলটি ভাবছে, অধিক সংখ্যক আন্তর্জাতিক পর্যবেক্ষকের উপস্থিতি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সরকারের উপর অধিকতর চাপ সৃষ্টি করবে।

‘দুর্ভাগ্যবশত, রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি দ্রুত হ্রাস পাচ্ছে এবং এটি এমন পর্যায়ে পৌঁছেছে যে, যেকোনো অবস্থায় যেকোনো নাগরিকের জন্য যা গ্রহণযোগ্য নয়’ সূত্র বলছে কূটনীতিকদের এমন সব বার্তাই দিয়েছে বিএনপি।

আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপকে উল্লেখ করে বিএনপির জানায়, তারা যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু ক্ষমতাসীন দল কোনো সহিষ্ণুতাই দেখাইনি। যদিও সংবিধানের মধ্যে থেকেই উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের অনেক রাস্তাই খোলা ছিল।

কূটনীতিকরা এ সময় বিএনপির নির্বাচনে যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানান। এছাড়া, আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

দলটির এক নেতা জানিয়েছেন, কূটনীতিকরা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারেও খোঁজ নিয়েছেন। এ সময় প্রচলিত আইন অনুযায়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তার (খালেদা) কোন বাধা নেই বলে কূটনীতিকদের জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Publish newspaper ads asking Hasina, Asaduzzaman to appear on June 24: ICT

Another accused, former IGP Mamun, is already under custody and was produced before the court today

21m ago