মিছিল করে মনোনয়নপত্র সংগ্রহ, জমা দেওয়া যাবে না: ইসি

জাতীয় সংসদ নির্বাচনের আগ্রহী প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় মিছিল বা শোডাউন না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ এ ব্যাপারে ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

জাতীয় সংসদ নির্বাচনের আগ্রহী প্রার্থীদের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় মিছিল বা শোডাউন না করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। আজ এ ব্যাপারে ইসির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

গত ৮ নভেম্বর তফসিল ঘোষণার পরদিন থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী জোটের বিএনপিও গতকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি করছে। দুই ক্ষেত্রেই মনোনয়ন প্রত্যাশীদেরকে তাদের সমর্থকদের নিয়ে ঢাকায় মিছিল করতে দেখা গেছে।

নির্বাচন কমিশনের সূত্রগুলো বলছে, তফসিল ঘোষণার পর থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় আগ্রহী প্রার্থীরা মিছিল করছেন এমন খবর বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।

নির্বাচন কমিশনের একজন যুগ্ম সচিব বলেছেন, নির্বাচনী বিধি বিধান অনুযায়ী মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার সময় এ ধরনের কোনো মিছিল হতে পারে না।

আর ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ গত ৯ নভেম্বর বলেছিলেন, ‘প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ না হওয়া পর্যন্ত মিছিল করায় নিষেধাজ্ঞা রয়েছে।’

এর পরও গত চার দিন ধরে রাজনৈতিক দলগুলোর কার্যালয় এলাকাসহ রাজধানীজুড়ে খন্ডখন্ড মিছিল চলতে দেখা গেছে।

স্থানীয়রা বলছেন আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মিছিলের কারণে ধানমন্ডি এলাকায় গত কয়েক দিন ধরেই যানজট তৈরি হচ্ছে। গতকাল অনুরূপ চিত্র দেখা গেছে বিএনপির নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় এলাকাতেও।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago