শেখ হাসিনা ও তার বাবার গল্প

‘হাসিনা- এ ডটার’স টেল’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৬ নভেম্বর। এটি পরিচালনা করেছন পিপলু খান। প্রাথমিকভাবে দেশের চারটি সিনেমা হলে মুক্তি দেওয়া হবে ছবিটি।
sheikh hasina

‘হাসিনা- এ ডটার’স টেল’ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ১৬ নভেম্বর। এটি পরিচালনা করেছন পিপলু খান। প্রাথমিকভাবে দেশের চারটি সিনেমা হলে মুক্তি দেওয়া হবে ছবিটি।

হলগুলো হলো রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও মধুমিতা এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিন।

আজ (১৩ নভেম্বর) রাজধানীর ফার্মগেটে অবস্থিত কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস, বিজ্ঞাপন সংস্থা গ্রে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ও কান্ট্রি হেড গাউসুল আলম শাওন এবং চলচ্চিত্রকার শিবু কুমার শীল।

‘হাসিনা- এ ডটার’স টেল’ ছবিটি নিয়ে বক্তারা বলেন, এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার গল্প নয়। এটি বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার গল্প। এখানে জানা যাবে ব্যক্তি হাসিনার জীবনের অজানা অনেক কথা।

এ সিনেমায় উঠে এসেছে ১৯৭৫ সালে বাবা-মা ও পরিবারের অন্যান্য সদস্যদের হারানোর পর বিদেশে থাকা দুই বোন শেখ হাসিনা ও শেখ রেহানার বেঁচে যাওয়া এবং তাদের প্রবাস জীবনে সংগ্রামের কাহিনি।

পরিচালক পিপলু খান বলেন, “আর দশটা মানুষের মতো শেখ হাসিনাও দিন শেষে ইজি চেয়ারে বসে ক্লান্তি ভোলার চেষ্টা করেন। আমরা সেই গল্প কখনো জানি নাই। তিনি কখন কী খান, কখন ঘুমান, কখন জেগে উঠেন। আর যখন ঘুম আসে না তখন তিনি কী করেন- এসব গল্পই এই ছবিতে দেখতে পাবেন দর্শকরা।”

Comments

The Daily Star  | English

Agargaon-Motijheel: Metro services resume 11 hours after suspension

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

5m ago