কঙ্কনি রীতি মেনে আজ বিয়ে, কাল বিয়ে সিন্ধী রীতিতে

ranveer singh and deepika padukone
বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ছবি: সংগৃহীত

কঙ্কনি রীতি মেনে আজ (১৪ নভেম্বর) রাতে বহুল আলোচিত বলিউড তারকা জুটি দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের বিয়ের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে ইতালির লেক কোমোতে। আর আগামীকাল তাদের বিয়ে হবে সিন্ধী রীতিতে।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ইতালিতে ‘পদ্মাবত’-জুটি তাদের পরিবারের সদস্য ও ঘনিষ্ট বন্ধুদের উপস্থিতিতে প্রথম দিন বিয়ের শপথবাক্য পাঠ করবেন কঙ্কনি রীতি মেনে আর পরদিন তা করবেন সিন্ধী রীতি অনুযায়ী।

আগে থেকেই আমন্ত্রিত সব অতিথিকে মোবাইল ফোন সঙ্গে না রাখার অনুরোধ জানানো হয়েছে। এমনকি, বিয়ের অনুষ্ঠানের কোনো ছবি কেউ যেনো না তুলতে পারেন সেদিকেও কঠোরভাবে নজর রাখা হচ্ছে।

এদিকে, গতকাল আয়োজন করা হয়েছিলো এই জুটির মেহেদি ও সংগীতানুষ্ঠান। সেই আয়োজনে গান পরিবেশন করেছিলেন হর্ষদীপ কাউর এবং অন্যান্য শিল্পীরা। কাউরের সংগীতদলে ছিলেন সঞ্জয় দাশ, ববি পাঠক এবং ফিরোজ খান।

খবরে প্রকাশ, দীপিকা এবং রণবীরকে মেহেদিতে সাজানোর জন্যে ছিলেন আলাদা আলাদা মেহেদি ডিজাইনার। তবে ‘ব্যান্ড বাজা বারাত’-অভিনেতা মেহেদি দিয়ে তার হাতে লিখেছিলেন ‘দীপবীর’।

আরও পড়ুন:

ইতালিতে চলছে দীপিকা-রণবীরের বিয়ে-পূর্ব অনুষ্ঠান

Comments

The Daily Star  | English

Iran urges Trump to make Israel halt war; Netanyahu hails 'path to victory'

Israeli forces stepped up their bombardment of Iranian cities, while Iran proved capable of piercing Israeli air defences

Now