‘নির্বাচন বানচাল করতেই পুলিশের ওপর বিএনপির হামলা’
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতেই রাজধানীর নয়াপল্টনে পুলিশের ওপর বিএনপির নেতা-কর্মীদের এই হামলা- এমনটি মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি আজকের এই হামলাকে বিএনপির ষড়যন্ত্রের অংশ হিসেবেও মন্তব্য করেছেন।
ওবায়দুল কাদের আজ (১৪ নভেম্বর) বিকালে ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির বিরুদ্ধে এই অভিযোগ আনেন।
আইনশৃঙ্খলা বাহিনীর ওপর এই আক্রমণকে তিনি পূর্ব-পরিকল্পিত হিসেবে উল্লেখ করে বলেন যে বিএনপি নেতা মির্জা আব্বাসের নেতৃত্বে এই হামলা চালানো হয়। “এই আক্রমণের মাধ্যমে বিএনপি আবারো প্রমাণ করলো যে এটি একটি সন্ত্রাসী দল,” যোগ করেন সেতুমন্ত্রী।
উল্লেখ্য, পুলিশের সঙ্গে এই সংঘর্ষে বিএনপির অন্তত ২০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। এদিকে, পুলিশের দাবি বিএনপির কর্মী-সমর্থকদের হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ২০ জন সদস্য আহত হয়েছেন।
Comments