রাজধানীতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ৬
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার ধলপুরের একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজন শিশুর মৃত্যু হয়েছে। এতে দগ্ধ হয়েছে আরও ছয়জন।
পুলিশের বরাত দিয়ে আমাদের সংবাদদাতা জানান, নিহতের নাম তাহসান (৮)।
আজ (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চুলা জ্বালানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছেন যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী।
বিস্ফোরণের ফলে বাড়ির দেয়ালের একটি অংশ ভেঙ্গে পড়লে এক শিশুর মৃত্যু হয় বলেও উল্লেখ করেন তিনি।
ওসি জানান, খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যায় এবং আগুন নিভিয়ে ফেলে। এসময় তারা ছয়জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটে ভর্তি করান।
এদিকে, পুলিশ সদস্যদের একটি দল ঘটনাস্থলে গিয়েছেন।
আহতরা হলেন, সুমন (৪০), সুমনের স্ত্রী সাজুলি (৩৫), তাদের ছেলে নিশান (১৪), আতর বেগম (৭০), আলমগীর (৩০) এবং তার স্ত্রী কাজলী (২৪)।
ঢামেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে বলেন, আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।
Comments