মেক্সিকোকে হারাল আর্জেন্টিনা

নিজেদের মাঠেও ঠিকভাবে জ্বলে উঠতে পারলেন না আর্জেন্টিনার খেলোয়াড়রা। মাঝ মাঠের দখল ছিল মেক্সিকোরই। তবে গোছানো আক্রমণ প্রায় সবগুলোই করেছিল আর্জেন্টিনা। ফলে জয় নিয়েই মাঠ ছেড়েছে আলবিসেলেস্তারা। লিওনেল মেসিহীন দলটি ম্যাচ জিতে নিয়েছে ২-০ গোলে।

আর্জেন্টিনার করদোবায় মারিও আলবার্তো ক্যাম্পেস স্টেডিয়ামে শুরুতেই এগিয়ে যেতে পারতো মেক্সিকো। ম্যাচের ১ মিনিটেই রাউল হিমিনেসের হেডে বল লাগে বারপোস্টে লেগে ফিরে আসলে সে যাত্রা বেঁচে যায় আর্জেন্টিনা। পরের মিনিটে সুযোগ পেয়েছিলেন মার্কো ফাবিয়ান। তবে তার দুর্বল শট ধরে নিতে কোন ভুল করেননি আর্জেন্টাইন গোলরক্ষক আগুস্তিন মার্চেসিন।

৩৮তম মিনিটে গল করার দারুণ সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা। পাওলো দিবালার দারুণ ক্রসে পোস্টের সামনে একেবারে ফাঁকায় পেয়েছিলেন লাউতারো মার্তিনেস। কিন্তু তার হেড দারুণ দক্ষতায় ফিরিয়েছেন মেক্সিকোর গোলরক্ষক গিলের্মো ওচোয়া।

ছয় মিনিট পর কাঙ্ক্ষিত গোল পায় স্বাগতিকরা। দিবালার ফ্রি-কিক থেকে দারুণ এক হেডে জাল খুঁজে নেন রামিরো ফানেস মোরি। ফলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা। বিরতির পর ৪৯ মিনিটে গোল পেতে পারতেন দিবালা। মেক্সিকোর তিন খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দারুণ এক চিপ করেছিলেন এ জুভেন্টাস তারকা। কিন্তু অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।

৮৩ মিনিটে দলীয় সমঝোতায় দারুণ এক গোল পায় আর্জেন্টিনা। তবে গলটি আসে আত্মঘাতী থেকে। নিজেদের মধ্যে দেওয়া নেওয়া করে ডি বক্সে মাউরো ইকার্দির উদ্দেশ্যে দারুণ এক ক্রস করেছিলেন রেঞ্জো সারাভিয়া। কিন্তু বিপদমুক্ত করতে গিয়ে উল্টো নিজেদের জালেই বল জড়িয়ে দেন ইসাক ব্রিসুয়েলা।

বিশ্বকাপের পর পাঁচটি প্রীতি ম্যাচ খেলে তৃতীয় জয় পেল আর্জেন্টিনা। তবে শেষ সাত ম্যাচের ছয়টিতেই হেরেছে মেক্সিকো। আগামী বুধবার আরেকটি প্রীতি ম্যাচে আবার মুখোমুখি হবে এ দুই দল।

Comments

The Daily Star  | English

Israel welcomes 'all help' in striking Iran

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

1d ago