সমান সুযোগ নিশ্চিতের দায়িত্ব ইসির: কাদের
আগামী নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দায়িত্ব সরকারের নয়, নির্বাচন কমিশনের বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গতকাল (১৮ নভেম্বর) রাজধানীর এক হোটেলে সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘তফসিল ঘোষণা হয়ে যাওয়ার পর এই দায়িত্ব এখন নির্বাচন কমিশনের হাতে চলে গেছে। এখানে সরকারের কিছু করার নেই।’
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্ট জিতলে প্রধানমন্ত্রী কে হবেন, এই প্রশ্নটি আমিই প্রথম করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি।’
সম্প্রতি বিদেশি কূটনীতিকদের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠকে কয়েকটি দেশ নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। এ বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে দু-একটি দেশ এমন প্রশ্ন তুলতেই পারে। এটা লবিংয়ের মাধ্যমেও হতে পারে। আর বিএনপি তো লবিংয়ে পেছনে প্রচুর টাকা-পয়সা ঢালছে।’
সুষ্ঠু পরিবেশ না পেলে নির্বাচন থেকে যেকোনো সময় বিএনপির সরে আসার বক্তব্যের বিষয়ে কাদের বলেন, ‘তারা কি আসলেই সুষ্ঠু পরিবেশ চায়? তাদের নেতা-কর্মীদের কাজকর্মে তো তা প্রকাশ পাচ্ছে না। তারা প্রকাশ্য দিবালোকে পুলিশের ওপর হামলা চালিয়েছে।’
Comments