আইসিটি খাতে অবদানের স্বীকৃতি পেল পাঁচ প্রতিষ্ঠান
দেশের তথ্য প্রযুক্তি খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পাঁচটি প্রতিষ্ঠানকে আইসিটি এওয়ার্ড ২০১৮ দিয়ে সম্মানিত করেছে দ্য ডেইলি স্টার। গত রাতে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানগুলোর প্রধানদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
দ্য ডেইলি স্টার তৃতীয় আইসিটি এওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, ব্রাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সেলিম আরএফ হোসেন, বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর, দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামসহ অভ্যাগত অতিথিরা।
অ্যাওয়ার্ড পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো, গ্রাফিক পিপল লিমিটেড, সিনেসিস আইটি লিমিটেড, সহজ-ডট-কম, বাগডুম ডট-কম এবং ড্যাফোডিল ফ্যামিলি কর্তৃপক্ষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সস্তা শ্রমের বাজার হিসেবে বিশ্বে পরিচিতি তৈরি না করে আইসিটিতে উদীয়মান দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ডিং হওয়া উচিত।
প্রধান অতিথির বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, গত কয়েক বছরে বাংলাদেশের উৎপাদন চারগুণ বৃদ্ধিতে পথ করে দিয়েছে আইসিটি। দেশের জনগণ বিশেষ করে তরুণ প্রজন্ম প্রজন্ম একে দ্রুততার সঙ্গে গ্রহণ করে নিয়েছে। এ কারণেই দেশের উন্নয়নে সরকার তথ্য প্রযুক্তি খাতকে বেছে নিয়েছে বলেও উল্লেখ করেন মুহিত।
মাইক্রোসফট বাংলাদেশ, ব্র্যাক ব্যাংক ও বেসিসের সহযোগিতা আয়োজিত এই অনুষ্ঠানের হসপিটালিটি পার্টনার ছিল লা মেরিডিয়ান।
Comments