উইকেটে কেবল সময় কাটানোর পরিকল্পনা সৌম্যের

টেস্ট দলে সৌম্য সরকারের জায়গা কখনই নিশ্চিত ছিল না। ওয়ানডের ছন্দ দিয়ে টেস্টে খেলেছেন ১০টি। ছয়, সাতে শুরু করে বেশিরভাগ ব্যাটিং করেছেন ওপেনিংয়েই। তবে টেস্টে থিতু হওয়ার মতো ভরসা কখনই জোগাতে পারেননি। অনেকবারই সেট হয়েও উইকেট ছুঁড়ে দিয়েছেন অস্থিরতায়। এবার আরেকবার টেস্টে ডাক পেয়ে উইকেটে গিয়ে স্থির হওয়ার পণ এই ওপেনারের।
Soumya Sarker
ছবি: রাজীব রায়হান

টেস্ট দলে সৌম্য সরকারের জায়গা কখনই নিশ্চিত ছিল না। ওয়ানডের ছন্দ দিয়ে টেস্টে খেলেছেন ১০টি। ছয়, সাতে শুরু করে বেশিরভাগ ব্যাটিং করেছেন ওপেনিংয়েই। তবে টেস্টে থিতু হওয়ার মতো ভরসা কখনই জোগাতে পারেননি। অনেকবারই সেট হয়েও উইকেট ছুঁড়ে দিয়েছেন অস্থিরতায়। এবার আরেকবার টেস্টে ডাক পেয়ে উইকেটে গিয়ে স্থির হওয়ার পণ এই ওপেনারের।

অনেকদিন থেকেই ওয়ানডে দলে আসা যাওয়ার মধ্যে আছেন সৌম্য। কিন্তু দক্ষিণ আফ্রিকা সফরের পর আর খেলেননি টেস্ট। কেবল টি-টোয়েন্টিতেই টিকে ছিলেন। এবার জিম্বাবুয়ে সিরিজের শেষ ওয়ানডেতে নাটকীয় ভাবে সুযোগ পেয়েই করে ফেলেন সেঞ্চুরি। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও পেয়েছিলেন তিন অঙ্কের দেখা।

সৌম্যের সুসময় দেখা গেছে জাতীয় লিগেও। ৫ ম্যাচে ৪৭১ রান করে হয়েছেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তামিম ইকবালের চোট আর টেস্টে বাকি ওপেনারদের খারাপ সময় মিলিয়ে ফের সুযোগ মিলেছে তার। একাদশে আছেনই মাত্র দুই ওপেনার। চট্টগ্রাম টেস্টেও তার খেলা তাই অনেকটাই নিশ্চিত।

ক্যারিয়ারের চার ফিফটির অন্তত দুটিতে সেঞ্চুরি পেতেই পারতেন। সাবলীলভাবে খেলা অবস্থাতেও মাথা বিগড়ে তালগোল পাকান।

রোববার এমএ আজিজ স্টেডিয়ামে খেলা শেষ করে জানালেন, নিজের এই সমস্যা জানেন বলেই এবার অত শত না ভেবে তার একটাই পরিকল্পনা, ‘কাল ব্যাটিং আছে (প্রস্তুতি ম্যাচে)। অনেকদিন পর সুযোগ পেয়েছি। চেষ্টা করব ভাল কিছু করার। যদি ওইরকম উপরে বা যেখানে ব্যাট করার সুযোগ পাই চেষ্টা করব উইকেটে সময় কাটাতে।’

স্পিন বলে বেশ কিছু থেকেই ভুগছিলেন। এবার জাতীয় লিগে নামার আগে কোচ মোহাম্মদ সালাউদ্দিনের তালিম নিয়েছেন। তবে সবচেয়ে বেশি কাজ করেছেন মনঃসংযোগ নিয়ে, ‘যেহেতু জাতীয় লিগে স্পিন বেশি হয় কাজেই বাঁহাতি স্পিন আর অফ স্পিন বেশি মনোযোগ ছিল।’

Comments

The Daily Star  | English

Agargaon-Motijheel: Metro services resume 11 hours after suspension

Metro rail operations resumed on Agargaon-Motijheel section at 8:25pm, after around 11 hours suspension of services

1h ago