নেইমারকে ফেরাতে হাল ছাড়েনি বার্সেলোনা
নেইমারকে ফেরানোর কোন পরিকল্পনাই নেই বার্সেলোনার। এমনকি এ নিয়ে কোন আলোচনাও হয়নি। বেশ কিছু দিন আগে এমনই এক বিবৃতি দিয়েছিল স্প্যানিশ চ্যাম্পিয়নরা। কিন্তু এ ব্রাজিলিয়ানকে ফেরানোর ইচ্ছাটা যে রয়েছে তার ইঙ্গিত দিয়েছেন ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর পেপ সেগুরা।
জাতীয় দলের হয়ে খেলার জন্য বর্তমান ব্রাজিলের তাঁবুতে রয়েছেন নেইমার। গত শুক্রবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচ শেষে তাকে প্রশ্ন করা হয় বার্সেলোনায় ফিরছেন কি না? কিন্তু উত্তরে নিশ্চুপ নেইমার কেবল এক গাল হেসেছেন। তাতে বেশ ধাঁধা তৈরি করেছেন তিনি।
এদিকে স্প্যানিশ গণমাধ্যম লা ভাঙ্গুর্দিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে নতুন গুঞ্জন তুলেছেন বার্সার স্পোর্টস ডিরেক্টর, ‘আমাদের দৃষ্টিতে তিনি (নেইমার) আছেন, অবশ্যই আছেন।’
আকারে ইঙ্গিতে বেশ কয়েকবারই বার্সেলোনায় ফিরতে চাওয়ার কথা জানিয়েছেন নেইমার। কিন্তু ক্লাব থেকে সে অর্থে সাড়া পাননি। এবারও খোলাসা করে কিছু বলেননি সেগুরা। কিন্তু তাকে ফেরানোর ইচ্ছা যে রয়েছে তা বুঝিয়ে দিয়েছেন তিনি।
সবচেয়ে বড় কথা দুই দলের ড্রেসিং রুম খুব ভালো করেই জানেন বার্সেলোনায় ফিরতে চান নেইমার। এ খবরে ক্যাম্প ন্যুও উৎফুল্ল। বিশেষ দলের প্রধান তারকা লিওনেল মেসি নেইমারকে চাইছেন বলেই জানা গিয়েছে। তাই আগামী মৌসুমে নেইমারকে বার্সার তাঁবুতে দেখলে খুব বেশি অবাক হওয়ার কিছু থাকবে না।
এদিকে নেইমারকে পেতে চাইছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ তাকে পেতে মরিয়া হয়েই উঠেছেন। স্পেনে নেইমার যদি ফিরে আসেন, তাহলে যে দামে বার্সেলোনা তাকে বিক্রি করেছিল সে দামেই পাওয়া যাবে।আগামী গ্রীষ্মেই ২২২ মিলিয়ন ইউরোর বিনিময়েই ক্লাব ছাড়তে পারবেন বলে প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে চুক্তি করেছেন এ ব্রাজিলিয়ান।
Comments