ভিডিও কলে তারেক, আজও সাক্ষাৎকার নিচ্ছেন
দ্বিতীয় দিনের মতো বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার চলছে গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে। গতকালের মতো আজ সোমবারও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন।
আজ সকাল ১০টায় বরিশাল বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। ভিডিও কনফারেন্সে তারেক রহমানের যুক্ত হওয়ার বিষয়টি বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর খান দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
দুপুরে সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, গতকালের তুলনায় আজ কম সংখ্যক নেতাকর্মী গুলশান কার্যালয়ের ভিড় করেছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। জনসমাগম হলেও পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দিক থেকে নেতাকর্মীদের বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি।
মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণের প্রথম দিন গতকাল লন্ডন থেকে তারেক রহমান ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হওয়া নিয়ে আপত্তি তুলেছিল আওয়ামী লীগ। আদালত থেকে দণ্ডপ্রাপ্ত আসামি মনোনয়ন প্রক্রিয়ায় অংশ নিতে পারেন কি না নির্বাচন কমিশনের কাছে জানতে চেয়েছিল দলটি।
Comments