‘মাদার অব হিউম্যানিটি’ সমাজকল্যাণ পদক দেবে সরকার

sheikh hasina
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

সমাজকল্যাণে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে মাদার অব হিউম্যানিটি পদক দিয়ে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি বছর পাঁচ জন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে এই পদক দেওয়া হবে। এখানে মাদার অব হিউম্যানিটি বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝানো হচ্ছে।

আজ সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে নতুন এই পদক চালু করার খসড়া প্রস্তাব গৃহীত হয়েছে। এজন্য ‘মাদার অব হিউম্যানিটি সমাজকল্যাণ পদক নীতিমালা-২০১৮’ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে সংবাদ সম্মেলনে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, মাদার অব হিউম্যানিটি বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝানো হয়েছে।

প্রতি বছর পাঁচটি ক্যাটাগরিতে সমাজ কল্যাণে অবদান রাখা পাঁচ জন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পৃথকভাবে এই পুরস্কারে ভূষিত করা হবে। পুরস্কারপ্রাপ্তরা প্রত্যেকে একটি স্বর্ণপদক, একটি সনদ ও দুই লাখ টাকার চেক পাবেন। প্রতি বছর ২ জানুয়ারি জাতীয় সমাজকল্যাণ দিবসে এই পুরস্কার দেওয়া হবে।

মিয়ানমার থেকে নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে সাময়িক আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি আখ্যায়িত করা হয়েছিল।

Comments

The Daily Star  | English

The constitution: Reforms only after a strong consensus

Constitutional reforms should be done after taking people’s opinions into account, said Dr Kamal Hossain, one of the framers of the constitution.

4h ago