শেষ পর্যন্ত ইব্রা-ফ্যালকাওকে কিনবে রিয়াল!

খুব শীগগিরই শুরু হচ্ছে শীতকালীন দলবদল। এর আগে নানা ধরনের গুঞ্জনই চাউর হচ্ছে ফুটবলমহলে। জানুয়ারিতে কে কোন দলে যোগ দিচ্ছেন? তবে বেশ ধাক্কা খাওয়ার মতোই এক নতুন গুঞ্জন উঠেছে। এলএ গ্যালাক্সির জ্লাতান ইব্রাহিমোভিচ এবং মোনাকোর রাদামেল ফ্যালকাওকে কিনতে চাইছে রিয়াল মাদ্রিদ। এমন সংবাদই প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত।
সদ্য সাবেক হওয়া কোচ জুলেন লোপেতগির অধীনে চলতি মৌসুম শুরু করেছিল রিয়াল। কিন্তু সময়টা খুব বাজে কাটে তাদের। তাই বরখাস্তই হন এ স্প্যানিশ কোচ। এরপর আর্জেন্টাইন কোচ সান্তিয়াগো সোলানির অধীনে ঘুরে দাঁড়ায় দলটি। তারপরও আক্রমণ ভাগের শক্তি বাড়াতে চাইছেন নতুন কোচ। কারণ সেরা ছন্দে নেই করিম বেনজেমা ও গ্যারেথ বেল কেউই।
তাই গোল সংখ্যা বাড়াতেই নতুন চুক্তি করতে চাইছেন সোলানি। আর নতুন চুক্তি করতে মুখিয়েও আছে রিয়ালও। ৩৭ বছর বয়সী ইব্রাহিমোভিচ এবং ৩২ বছর বয়সী ফ্যালকাও এবার তাদের লক্ষ্য। স্পোর্ত জানিয়েছে ইব্রাই তাদের প্রথম পছন্দ। কারণ বড় কোন ট্রান্সফার ফি ছাড়াই তাকে দলে টানতে পারবে তারা। অপরদিকে মোনাকোর সঙ্গে ২০২০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে ফ্যালকাওয়ের। এ দুই তারকা ছাড়া দলটির নজরে আছেন প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) এডিসন কাভানিও।
ক্রিস্তিয়ানো রোনালদোকে ছেড়ে দেওয়ার পর তার জায়গায় মানসম্পন্ন কাউকেই কিনতে পারেনি রিয়াল। তরুণ ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রকে কিনতে পেরেছিল দলটি। পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই নেইমারকে পেতে বহু চেষ্টা করেছে তারা। কিন্তু লাভ হয়নি। উল্টো বার্সেলোনাতে ফিরে আসার আগ্রহ দেখিয়েছেন এ ব্রাজিলিয়ান।
বিশ্বকাপে দারুণ নৈপুণ্য দেখানো ১৯ বছরের তরুণ কিলিয়ান এমবাপেকে পেতেও চেষ্টা করেছিলে রিয়াল। কিন্তু তিনিও আগ্রহ দেখাননি। এরপর চেলসির বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ডকে পেতে চেষ্টা করে দলটি। আগ্রহ দেখিয়েছিলেন হ্যাজার্ডও। কিন্তু বিপত্তি সাধে দেন-দরবার নিয়ে। পরে বিড বাড়াতে চেয়েছিল দলটি, ততদিনে মন বদলে ফেলেন এ বেলজিয়ান।
Comments