আজও স্কাইপে তারেক রহমান
গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ইন্টারনেট বন্ধ রয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে বিকল্প উপায়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্কাইপের মাধ্যমেই ভিডিও কনফারেন্সে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে যুক্ত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুরে তারেক রহমানের যুক্ত হওয়ার বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিকল্প উপায়ে স্কাইপের মাধ্যমেই তারেক ভিডিও কনফারেন্সে রয়েছেন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের আজ তৃতীয় দিনের সাক্ষাৎকারে ব্রডব্যান্ড ইন্টারনেট বিহীন অবস্থায় রয়েছে কার্যালয়টি। গত রাত থেকেই ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না সেখানে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির দ্য ডেইলি স্টারকে জানান, তাদের গুলশান কার্যালয়ে ব্রডব্যান্ড ইন্টারনেট কাজ করছে না। ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার জন্য তিনি সরকারকে দায়ী করেন।
আজ সকালে চট্টগ্রাম বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া শুরু হয়। ১০টা ০৫ মিনিটে ফেনী-১ আসনের মনোনয়ন প্রত্যাশীরা সাক্ষাৎকার দেন।
Comments