নির্বাচনের দিন গণমাধ্যমে কথা বলা যাবে না: দেশীয় পর্যবেক্ষদের ইসি

নির্বাচন কমিশনের সচিব হেলাল উদ্দিন আহমেদ আজ ঢাকায় ইসি সম্মেলন কক্ষে দেশের নির্বাচন পর্যবেক্ষক সংস্থাগুলকে ব্রিফ করেন। ছবি: সংগৃহীত

নির্বাচনের দিন গণমাধ্যমের কোনোপ্রকার বিবৃতি না দিতে দেশীয় পর্যবেক্ষকদের সতর্ক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (২০ নভেম্বর) সকালে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর জন্য কয়েকটি নির্দেশনা বেঁধে দেওয়া হয়।

এ সময়, নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেন, নির্বাচনের দিন দেশীয় পর্যবেক্ষকের নিন্মোক্ত নির্দেশাবলী মেনে চলতে বলা হচ্ছে:

১. পর্যবেক্ষকরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না, মন্তব্য করতে পারবেন না, সাক্ষাতকার দিতেও পারবেন না।

২. সঙ্গে মোবাইল ফোন রাখতে পারবেন না।

৩. ছবি তুলতে পারবেন না।

৪. যদি তারা কোনো অনিয়ম বা সমস্যা খুঁজে পান, তবে নির্বাচন কমিশনকে তাৎক্ষণিকভাবে জানাতে পারেন এবং পরবর্তীতে একটি প্রতিবেদন সংকলন আকারে প্রকাশ করতে পারেন।

৫. তারা মার্কিং রুম এবং ভোট কেন্দ্রের ভেতরে প্রবেশ করতে পারবেন না।

৬. তাদের নিরপেক্ষ থাকতে হবে এবং কোনো প্রার্থীর পক্ষে কাজ করতে পারবেন না।

৭. নির্বাচন পর্যবেক্ষকদের বয়স ২৫ বছরের বেশি এবং কমপক্ষে এইচএসসি পাস হতে হবে।

৮. পর্যবেক্ষক সংস্থাগুলো রাজনৈতিক দলের কোনো সদস্যকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দিতে পারবে না। 

নির্বাচন কমিশন সচিব বলেন, নীতিমালার বাইরে গিয়ে কিংবা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে, কোনো প্রতিষ্ঠান এমন কোনো কর্মকাণ্ড করলে সেই সংস্থার নিবন্ধন বাতিল করা হবে।

Comments

The Daily Star  | English

Iran's Khamenei rejects Trump's call for unconditional surrender

Israel army says struck Iran centrifuge production, weapons manufacturing sites

18h ago