১৩ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে মুশফিক

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক ডাবল সেঞ্চুরি করেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। দেশের হয়ে প্রথম জোড়া ডাবল সেঞ্চুরির মালিক এ ক্রিকেটার তাতে গড়েছেন নতুন বিশ্বরেকর্ডও। ক্রিকেটের ইতিহাসে একমাত্র ক্রিকেটার তিনিই যিনি উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে করলেন দুটি ডাবল। এবার আরও একটি সুসংবাদ শুনলেন এ তারকা।
জিম্বাবুয়ের বিপক্ষে ডাবল সেঞ্চুরির পর মুশফিক। ছবি : ফিরোজ আহমেদ

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ এক ডাবল সেঞ্চুরি করেছেন বাংলাদেশ দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম। দেশের হয়ে প্রথম জোড়া ডাবল সেঞ্চুরির মালিক এ ক্রিকেটার তাতে গড়েছেন নতুন বিশ্বরেকর্ডও। ক্রিকেটের ইতিহাসে একমাত্র উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে করেছেন দুটি ডাবল। এবার আরও একটি সুসংবাদ শুনলেন এ তারকা।

সেই ডাবল সেঞ্চুরির সুবাদে ক্যারিয়ার সেরা র‍্যাংকিংয়ে পৌঁছেছেন মুশফিক। টেস্টের সেরা ব্যাটসম্যানের তালিকায় ১৮ নম্বর অবস্থানে উঠে এসেছেন তিনি। ৬৩২ রেটিং পয়েন্ট পাওয়া এ খেলোয়াড় এক লাফে ১৩ ধাপ এগিয়েছেন। মুশফিক এগোলেও পিছিয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। চার ধাপ পিছিয়ে ২৪ নম্বরে অবস্থানে রয়েছেন তিনি।

বাংলাদেশের বিপক্ষে জোড়া সেঞ্চুরি তুলে নেওয়ার পুরষ্কার পেয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ব্রান্ডন টেইলর। ১৮ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন এ ব্যাটসম্যান। তবে যথারীতি টেস্ট ব্যাটসম্যানের সেরা তালিকার শীর্ষস্থানটি ধরে রেখেছেন ভারতের বিরাট কোহলি।

বোলারদের মধ্যে বড় লাফ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সাত ধাপ এগিয়ে অবস্থান করছেন ২৮ নম্বরে। তিন ধাপ এগিয়ে তার ঠিক উপরে অবস্থান করেছেন জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত ছন্দে থাকা তাইজুল ইসলাম। ব্যাটিংয়ের মতো বোলিংয়েও অবনমন হয়েছে সাকিবের। তিন ধাপ পিছিয়ে ২১ নাম্বারে অবস্থান করছেন এ অলরাউন্ডার। আর এ তালিকায় যথারীতি শীর্ষে আছেন ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।

তবে ব্যাটসম্যান ও বোলার দুই তালিকাতে পেছালেও অলরাউন্ডার তালিকার শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। ৪০৩ রেটিং পয়েন্ট তার। ৪০০ পয়েন্ট নিয়ে তার পেছনেই আছেন ভারতের রবীন্দ্র জাদেজা।

এদিকে টেস্ট র‍্যাংকিংয়ে আগের মতো নয় নম্বরে থাকলেও ৬ রেটিং পয়েন্ট কমেছে বাংলাদেশ দলের। জিম্বাবুয়ের বিপক্ষে হারায় বর্তমানে ৬১ পয়েন্ট টাইগারদের। আর বাংলাদেশকে হারিয়ে অবস্থান না বদলালেও ১১ পয়েন্ট যোগ করতে পেরেছে জিম্বাবুয়ে। ১১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ভারত।

Comments