২০১৮ সালে ৪৩৭ বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড: আসক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছর ২০১৮ সালে দেশে ৪৩৭টি বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার ঘটনা রেকর্ড করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
ask
২০ নভেম্বর ২০১৮, রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর অনুষ্ঠানে বক্তরা। ছবি: রাশেদ সুমন

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বছর ২০১৮ সালে দেশে ৪৩৭টি বিচার-বহির্ভূত হত্যাকাণ্ড সংগঠিত হওয়ার ঘটনা রেকর্ড করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

এছাড়াও, গত জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ২৬ জনকে গুম করা হয়েছে বলেও জানায় সংগঠনটি।

আজ (২০ নভেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সংগঠনটির প্রকাশিত পরিসংখ্যানের বরাত দিয়ে বলা হয়েছে, গত মে থেকে অক্টোবর পর্যন্ত মাদকবিরোধী অভিযানের নামে ২৭৬ জনকে হত্যা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তারা আরও জানায় যে, ২০১২ থেকে ২০১৭ সালের মধ্যে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের ৩০০ বেশি ঘটনার অনুসন্ধানের বিষয়ে জানতে চাওয়া হলে স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে কোনো সাড়া পায়নি জাতীয় মানবাধিকার কমিশন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক শীপা হাফিজা এবং জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক।

Comments

The Daily Star  | English

Ex-public administration minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

3h ago