মাশরাফি সব ম্যাচই খেলবে : নাজমুল

Mashrafee Mortaza
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

নির্বাচনী ব্যস্ততার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পড়ায় ওয়ানডে অধিনায়ক মাশরাফি মর্তুজার খেলা নিয়ে তৈরি হওয়া সংশয় কিছুটা কাটালেন বিসিবি প্রধান নাজমুল হাসান। এসিসির সভাপতির দায়িত্ব নিয়ে দেশে ফেরার পর জানিয়েছে, তিনি বিশ্বাস করেন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সব ম্যাচই খেলবেন মাশরাফি।

গত বৃহস্পতিবার জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্ট শেষ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মাশরাফির খেলা নিয়ে তার উদ্বেগের কথা জানান নাজমুল। এবারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে যাওয়া অধিনায়ককে একদিনের জন্যও হলেও মাঠে চেয়ে বলেছিলেন, মাশরাফির সঙ্গে কথা বলেই তবে ঠিক করবেন তার খেলা না খেলার বিষয়।

মঙ্গলবার রাতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে পাকিস্তানের লাহোর থেকে দেশে ফেরার পর আরেকটু খোলাসা করেছেন মাশরাফির খেলার বিষয়, ‘আমার জানা মতে এবং ওর সঙ্গেও আমার যে কথা হয়েছে, ওর যখন খেলা থাকে ও খেলবে। ওর কাছে এখনো অগ্রাধিকার হচ্ছে ক্রিকেট। এবং আমাদের কাছেও।’

৯ ডিসেম্বর থেকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হবে ওয়ানডে সিরিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে ১২ ও ১৪ ডিসেম্বর। সামনের বিশ্বকাপে অবসর নিলে দেশের মাঠে মাশরাফির শেষ সিরিজ হতে যাচ্ছে এটিই। এদিকে নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ নভেম্বর, বাছাই হবে ২ ডিসেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ৯ ডিসেম্বর।

আরও পড়ুন- যদি একদিনের জন্যও সুযোগ থাকে, মাশরাফি অবশ্যই খেলবে: নাজমুল

নির্বাচনের প্রচারণার সময় বলেই আগে থেকে ঠিক করা পরিকল্পনা হুবহু মেলার নিশ্চয়তা দিলেন না বিসিবি প্রধান, ‘আগে থেকে এই যে আমি বলে দিচ্ছি না, এটা যে হুবহু হবে এমন তো ঠিক নেই। ও নিজেও বলছে হয়ত বলছে খেলবে তখন ওইসময় হয়ত খেলতে পারল না একটা ম্যাচ। তবে আমরা মনেপ্রাণে বিশ্বাস করি মাশরাফি সবগুলো খেলা খেলবে। ওর যে কটা খেলা আছে, সেকটা খেলবে। এটা হলো আমাদের ইচ্ছা এবং বিশ্বাস। তারপর কি হয় সামনে দেখা যাবে।’

Comments

The Daily Star  | English

18 lower court judges sent into forced retirement

A circular was issued in this regard tonight by Branch-3 of the Judicial Division under the Law and Justice Division

2h ago