অবশেষে গোল পেলেন দিবালা, জিতল আর্জেন্টিনা
আর্জেন্টিনার জার্সি গায়ে এর আগে ১৭টি ম্যাচ খেললেও গোলের দেখা পাননি আর্জেন্টিনার তরুণ তারকা পাওলো দিবালা। ১৮তম ম্যাচে এসে জাল খুঁজে পেলেন এ জুভেন্টাস তারকা। দিবালার মতো ক্যারিয়ারের প্রথম গোল পেয়েছেন ইন্টার মিলান তারকা মাউরো ইকার্দিও। এ দুই তরুণের গোলে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়েছে আলবেসেলেস্তারা।
চার দিন আগে মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলের ব্যবধানেই জয় পেয়েছিল আর্জেন্টিনা। এদিন একই ব্যবধানে জয় পেলেও গোছানো ফুটবল খেলতে পারেনি দলটি। অবশ্য আগের ম্যাচের একাদশ থেকে নয়টি পরিবর্তন এনেছিলেন ভারপ্রাপ্ত কোচ লিওনেল স্কালোনি। ম্যাচের অধিকাংশ সময় মাঝ মাঠেই ছিল বল। জোরালো আক্রমণও হয়নি খুব বেশি।
মেনদোসার মালভিনাস স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় আর্জেন্টিনা। দ্বিতীয় মিনিটে এরিক লামেলার বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে তিন ডিফেন্ডারকে বোকা বানিয়ে দারুণ এক শটে লক্ষ্যভেদ করেন ইকার্দি। আর্জেন্টিনার জার্সি গায়ে ক্যারিয়ারের অষ্টম ম্যাচে এসে গোল পেলেন এ তরুণ।
৬৮ মিনিটে সমতায় ফেরার সবচেয়ে সহজ সুযোগটি পেয়েছিল মেক্সিকো। এরিক আগুয়েরির ক্রস থেকে ফাঁকায় বল পেয়ে গিয়েছিলেন হেসুস গালার্দো। কিন্তু তার হেড দারুণ দক্ষতায় ফিরিয়ে দেন বদলী গোলরক্ষক পাওলো গাজ্জানিগা। ৭৬ মিনিটে গালার্দোর নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট না হলে সমতায় ফিরতে পারতো মেক্সিকো।
৮৭ মিনিটে কাঙ্ক্ষিত গোলটি পান দিবালা। জিওভান্নি সিমিওনির পাস থেকে অফসাইডের ফাঁদ ভেঙে দারুণ এক শটে বল জালে পাঠান এ তরুণ। ফলে জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। স্কালোনির অধীনে ছয় ম্যাচে চতুর্থ জয় তুলে নিল আলবিসেলেস্তারা।
Comments