ট্রাম্পের অভিযোগের কড়া জবাব দিলেন মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস গতকাল (২১ নভেম্বর) ট্রাম্পের অভিযোগের কড়া জবাব দিয়েছেন। এর আগে ট্রাম্প একটি রায়ের সমালোচনা করে বলেন যে একজন ‘ওবামা বিচারক’ রায়টি দিয়েছেন।
us chief justice john roberts
মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও দেশটির সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। ছবি: রয়টার্স ফাইল ফটো

মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস গতকাল (২১ নভেম্বর) ট্রাম্পের অভিযোগের কড়া জবাব দিয়েছেন। এর আগে ট্রাম্প একটি রায়ের সমালোচনা করে বলেন যে একজন ‘ওবামা বিচারক’ রায়টি দিয়েছেন।

দ্য অ্যাসোসিয়েটড প্রেসকে দেওয়া এক বিবৃতিতে রবার্টস জানান, “ওবামা বিচারক বা ট্রাম্প বিচারক, বুশ বিচারক বা ক্লিনটন বিচারক বলতে কিছু নেই।”

রবার্টস আরও বলেন, “আমাদের বিচারকরা ন্যায়বিচার ও সবাইকে সমান অধিকার দেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। দেশের সেবায় আমাদের বিচারকমণ্ডলী সদা নিবেদিতপ্রাণ। বিচারকদের কাছে কেউ বিচারের জন্য এলে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য বিচারকমণ্ডলী সর্বোচ্চ চেষ্টা করেন।” খবর বার্তা সংস্থা এএফপি’র।

থ্যাংস গিভিং ছুটির প্রাক্কালে প্রকাশিত সংক্ষিপ্ত বিবৃতিতে প্রধান বিচারপতি বলেন, “স্বাধীন বিচারব্যবস্থার প্রতি আমাদের সকলেই কৃতজ্ঞ থাকা উচিত।”

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে প্রকাশ্যে একজন দায়িত্বরত প্রেসিডেন্টের সমালোচনা করে রবার্টের এই জবাবটি একটি বিরল ঘটনা।

ট্রাম্প একজন ফেডারেল বিচারকের রায়ের সমালোচনা করার একদিন পর এই বিবৃতিটি প্রকাশিত হলো।

ওই বিচারক অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের আবেদন নাকচ করা থেকে প্রশাসনকে সাময়িক বিরত থাকার নির্দেশ প্রদান করেন।

Comments

The Daily Star  | English

Yunus’ economic gambit paying off

Two months ago, as Professor Muhammad Yunus waded into Bangladesh’s unprecedented political turmoil, he inherited economic chaos by default.

5h ago