ফজলে রাব্বির ছয় রানের আক্ষেপ
নিজের সেঞ্চুরি আর দলের লিডে দিনটা শেষ করতে পারতেন ফজলে মাহমুদ রাব্বি। কিন্তু অল্পের জন্য হাতছাড়া হয়েছে দুটিই। মধ্যাঞ্চলের বিপক্ষে ১ রানের জন্য দল পায়নি লিড, তিনি সেঞ্চুরি করতে পারেননি ছয় রানের জন্য।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মধ্যাঞ্চলের ২৮২ রানের জবাবে ২৮১ রানে নিজেদের প্রথম ইনিংস শেষ করেছে দক্ষিণাঞ্চল। দ্বিতীয় ইনিংস ২ রান তুলে দিন শেষ করেছে মধ্যাঞ্চল।
আগের দিনের অপরাজিত দুই ওপেনার শাহরিয়ার নাফীস আর এনামুল হক শুরু করেছিলেন দিনের খেলা। দলের ৭২ রানে গিয়ে ৩১ রান করা এনামুল ফেরার পর নাফীসের সঙ্গে জুটি বাধেন রাব্বি। দুজনে মিলে যোগ করেন ৭৭ রান। তখন মনে হচ্ছিল লিড বুঝি তারা পেয়েই যাবে। কিন্তু ৭১ রান করে নাফীস ফেরার পর ধস নামে দক্ষিণের ব্যাটিংয়ে।
সতীর্থদের আসা যাওয়ার মাঝে এক প্রান্তে উইকেট আগলে শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছেন রাব্বি। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন ৯৪ রানে। মধ্যাঞ্চলকে লিড পাইয়ে দিতে ৫৩ রানে ৪ উইকেট নেন মোশাররফ হোসেন রুবেল।
সংক্ষিপ্ত স্কোর:
মধ্যাঞ্চল প্রথম ইনিংস: ২৮২
দক্ষিণাঞ্চল প্রথম ইনিংস: ৮৭.১ ওভারে ২৮১ (শাহরিয়ার ৭১, এনামুল ৩১, ফজলে রাব্বি ৯৪, তুষার ২, রকিবুল ৭, সোহান ১৭, মেহেদি ২, রাজ্জাক ০, শফিউল ৪, রুবেল ৩০, আল আমিন ৬*, আবু হায়দার ১/৬৬, রবিউল ২/৭২, শুভাগত ১/৪৫, শহিদুল ২/২৮, মোশাররফ ৪/৫৩)।
মধ্যাঞ্চল দ্বিতীয় ইনিংস: ২ ওভারে বিনা উইকেটে ২ রান
Comments