অভিষেকেই বিশ্বরেকর্ড নাঈম হাসানের

Nayeem Hasan
ফাইল ছবি: ফিরোজ আহমেদ

সবচেয়ে কম বয়েসী হিসেবে নিজের অভিষেক টেস্টে পাঁচ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন নাঈম হাসান। টেস্ট ক্রিকেটে তিনিই একমাত্র বোলার যিনি আটারো পেরোনোর আগে অভিষেকে টেস্টেই পাঁচ উইকেট নিলেন। বাংলাদেশের হয়ে সব মিলিয়ে সবচেয়ে কম বয়েসী হিসেবে পাঁচ উইকেট নেওয়ার ঘটনাও এটি।

শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের মাঝপথে আঘাত হানা শুরু করে মেরুদণ্ড  ভেঙে দেন নাঈমই। লাঞ্চের আগে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের টপ অর্ডার গুঁড়িয়ে দেন সাকিব আল হাসান ও তাইজুল ইসলাম। লাঞ্চের পর তাই বল হাতে পান নাঈম। আর থামাথামি নেই। তার ঘূর্ণিতে বাকিটা সময় কাহিল হয়ে যায় ক্যারিবিয়ান ব্যাটিং। 

জোমেল ওয়ারিক্যানকে বোল্ড করার সঙ্গে সঙ্গে হয়ে যায় রেকর্ড। ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দিতে ৬১ রানে ৫ উইকেট নেন নাঈম। ভেঙ্গে দেন ২০১১ সালে গড়া অস্ট্রেলিয়ান পেসার প্যাট কামিন্সের রেকর্ড। কামিন্স ২০১১ সালে নভেম্বর মাসেই জোহেন্সবার্গ টেস্টে নিজের অভিষেকে ৬ উইকেট নিয়েছিলেন। তখন তার বয়স ছিল ১৮ বছর ১৯৩ দিন।

১৭ বছর ৩৫৫ দিনে অভিষিক্ত নাঈম ভেঙ্গে দিলেন সেই রেকর্ড। বাংলাদেশের হয়ে ১৮ বছর ৩২ দিনে পাঁচ উইকেট নিয়েছিলেন এনামুল হক জুনিয়র। নাঈম ভেঙে দিলেন তার রেকর্ডও। 

অভিষেক ছাড়া হিসেব করলে সবচেয়ে কম বয়েসী হিসেবে ১৮ বছরের নিচে পাঁচ উইকেট নেওয়ার ঘটনা আছে আরও দুজনের।১৯৫৮ সালে  ১৬ বছর ৩০৩ দিনে পাকিস্তানের নাসিম উল গনি পেয়েছিলেন পাঁচ উইকেট। ১৭ বছর ২৫৭ দিনে পাঁচ উইকেট নিয়ে দুইয়ে আছেন আরেক পাকিস্তানি মোহাম্মদ আমির। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই পাঁচ উইকেট নিয়েছিলেন আমির।

Comments

The Daily Star  | English

Wrap up polls preparations by December

Chief Adviser Muhammad Yunus yesterday instructed all relevant authorities to complete preparations by December for the upcoming national election.

34m ago