ইয়ান বোথামকে ছাপিয়ে সাকিবের রেকর্ড

Shakib Al Hasan
ছবি: ফিরোজ আহমেদ

মাইলফলকটা ছিল হাতছোঁয়া দূরত্বে। চোটের কারণে দলের বাইরে না থাকলে হয়ত জিম্বাবুয়ে সিরিজেই তা করে ফেলতেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নেমেই আর অপেক্ষাটা রাখেননি। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে দু’শো উইকেট নিয়েছেন, ব্যাটে সাড়ে তিন হাজার রান ছাড়িয়েছিলেন আগেই। এতে করে তিন হাজার রান আর দু’শো উইকেট নেওয়ার রেকর্ডে ইংলিশ অলরাউন্ডার ইয়ান বোথামকে ছাপিয়ে সবচেয়ে দ্রুততম এখন সাকিব।

প্রথম ইনিংসে তিন উইকেট নিয়ে এই রেকর্ডের একদম কিনারেই ছিলেন। দ্বিতীয় ইনিংসে নিজের দ্বিতীয় ওভারেই উইকেট নিয়ে ঢুকে যান আরও এক মাইলফলকে।

২০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে প্রথম আঘাতেই আসে সাকিবের দু’শো উইকেট। কিরন পাওয়েল এগিয়ে এসে মারতে গিয়েছিলেন সাকিবকে। কিন্তু বলের লাইন মিস করে তিনি হয়েছেন হয়েছেন স্টাম্পিং। পরের ওভারেই শাই হোপকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে নেন আরেকটি। ঘুরতে থাকা পিচে সাকিব হয়ত পাবেন আরও উইকেট।

চোট কাটিয়ে ফিরে বল হাতে নিয়েই আগের দিন সাফল্য পান বাংলাদেশ অধিনায়ক। নিজের প্রথম বলেই বোল্ড করে দেন শাই হোপকে। ওই ওভারের শেষ বলে ফিরিয়ে দেন ক্রেগ ব্র্যাথওয়েটকেও। ওই ওভারে তার বলে মুশফিক আর খানিক পর মোস্তাফিজুর রহমান ক্যাচ ফেলে না দিলেই আগের দিনই দু’শো উইকেট স্পর্শ করে ফেলতেন তিনি।

দু’শো উইকেট ও  তিন হাজার রান করা খেলোয়াড়

ম্যাচ

সাকিব আল হাসান

৫৪

ইয়ান বোথাম     

৫৫

 

ক্রিস কেয়ার্নস        

৫৮

 

অ্যান্ড্রু ফ্লিনটফ   

৬৯

 

কপিল দেব  

৭৩

 

ইমরান খান  

৭৫

 

গ্যারি সোবার্স

৮০

 

রিচার্ড হ্যাডলি

৮৩

 

 

  

টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়া পাঁচ বোলার

খেলোয়াড়

ম্যাচ

ইনিংস

উইকেট

সাকিব আল হাসান

৫৪

৯১

২০১*

মোহাম্মদ রফিক

৩৩

৪৮

১০০

তাইজুল ইসলাম*

২২

৩৯

৮৮*

মাশরাফি মর্তুজা

৩৬

৫১

৭৮

শাহাদাত হোসেন

৩৮

৬০

৭২

 

*চলমান টেস্টে খেলছেন 

Comments

The Daily Star  | English

India plane crash death toll revised to 240 after 'double-counting'

It’s the first Dreamliner crash since its 2011 commercial debut, says Aviation Safety Network

12h ago