৬টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে ইসি

evm
স্টার ফাইল ছবি

আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচনের দেশের মোট ছয়টি আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। এই আসনগুলোর সবগুলো ভোটকেন্দ্রেই ইভিএম ব্যবহার করা হবে। ইভিএম নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রবল আপত্তির মধ্যেই ইভিএম ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালো নির্বাচন কমিশন।

কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ গতকাল বলেছেন, দীর্ঘ বৈঠক শেষে সিটি করপোরেশন ও শহরাঞ্চলের যে কোনো ছয়টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সাংবাদিকদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কোন কোন আসনে ইভিএম ব্যবহার হবে সেটি আগামী ২৮ নভেম্বর আপনাদের সামনে লটারির মাধ্যমে নির্ধারণ হবে।’

ইভিএম ব্যবহারের বিষয়ে গতকাল বৈঠকে বসেছিল নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার সভাপতিত্বে চার জন নির্বাচন কমিশনারই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইসি সচিব নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফ করেন।

তবে ইভিএম ব্যবহারের ব্যাপ্তি নিয়ে আগের অবস্থান থেকে অনেকখানি সরে এসেছে নির্বাচন কমিশন। এর আগে ২৮ আগস্ট নির্বাচন কমিশন সচিব বলেছিলেন ৩০০ আসনের মধ্যে প্রায় ১০০ আসনে ইভিএম ব্যবহারের পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।

ইভিএম ব্যবহার নিয়ে বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট, জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি দলের আপত্তির প্রসঙ্গে জানতে চাইলে হেলালুদ্দীন বলেন, কমিশন তাদের আপত্তি আমলে নিয়েছে। সে কারণেই শুধুমাত্র ছয়টি আসনে ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইসি সচিব জানান, যে ছয়টি আসনে ইভিএম থাকবে তার ৯০০টি ভোটকেন্দ্রের কোনোটিতেই ব্যালট পেপার প্রয়োজন হবে না। সেখানকার সবগুলো কেন্দ্রেই মানুষ ইভিএম ব্যবহার করে ভোট দিবেন।

Comments

The Daily Star  | English

'Do not drop those bombs': Trump warns Israel

Israeli Prime Minister Benjamin Netanyahu said Israel had agreed to Trump's ceasefire proposal

2d ago