যারা পাচ্ছেন আওয়ামী লীগের মনোনয়ন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদের চিঠি দিয়ে মনোনয়নের কথা জানানো হচ্ছে। মনোনয় পেয়েছেন এমন বেশ কয়েকজনের কথা জানা গেছে আজ রোববার সকালে। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সকাল ১০টা থেকে মনোনয়নপত্র দিচ্ছেন ওবায়দুল কাদের।
জাতীয় ক্রিকেট দলের ওডিআই অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নড়াইল-২ আসন থেকে মনোনয়ন পেয়েছেন। আর ঢাকা-১৩ আসনে মনোনয়ন পেয়েছেন সাদেক খান। এই আসনের বর্তমান এমপি জাহাঙ্গীর কবীর নানক।
অন্যদিকে চট্টগ্রাম-৯ আসন থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল মনোনয়ন পেয়েছেন। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এই আসনের বর্তমান এমপি।
আর যারা দলীয় মনোনয়নের পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন: শেখ হাসিনা (গোপালগঞ্জ-৩ ও রংপুর-৬), ওবায়দুল কাদের (নোয়াখালী-৫), মুজিবুল হক (কুমিল্লা-১১), ডা. দীপু মনি (চাঁদপুর-৩), শ ম রেজাউল করিম (পিরোজপুর-১), সাইফুজ্জামান শিখর (মাগুরা-১), শেখ ফজলে নূর তাপস (ঢাকা-১০), আসাদুজ্জামান খাঁন (ঢাকা-১২), আসলামুল হক (ঢাকা-১৪), নিজামউদ্দিন হাজারী (ফেনী-২), খালিদ মাহমুদ চৌধুরী (দিনাজপুর-২), সিমিন হোসেন রিমি (গাজীপুর-৪), ফাহমি গোলন্দাজ বাবেল (ময়মিনসিংহ-১০), শেখ জুয়েল (খুলনা-২), ড. আব্দুর রাজ্জাক (টাঙ্গাইল-১), এনামুল হক (রাজশাহী-৪)।
Comments