বিএনপি মনোনয়নের চিঠি দেবে বিকেল ৪টা থেকে
বিএনপির যারা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়ন পাচ্ছেন তাদের নাম আজ বিকেল ৪টা থেকে জানা যাবে। দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে এই চিঠি দেওয়া হবে। ইতিমধ্যেই মনোনয়ন প্রত্যাশীরা গুলশানে ভিড় করতে শুরু করেছেন।
বিএনপির মনোনয়ন বোর্ড সূত্রগুলো জানায়, বিকেল ৪টায় বরিশাল বিভাগের প্রার্থীদের প্রথমে মনোনয়ন পত্র দেওয়া হবে। এর পর পর্যায়ক্রমে সন্ধ্যা ৬টায় রংপুর ও রাত ৮টায় রাজশাহী বিভাগের প্রার্থীদের কাছে চিঠি হস্তান্তর করা হবে।
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পাশাপাশি নব গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দলগুলোও এবার ধানের শীষ প্রতীকে ভোট করার ঘোষণা দিয়েছে। তবে বিএনপি ঠিক কতটি আসন দুই জোটের শরিকদের ছাড়বে সে ব্যাপারে আনুষ্ঠানিক কোনো ঘোষণা এখনও আসেনি।
Comments