আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী সাইয়িদ গণফোরামে
আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ জাতীয় ঐক্যফ্রন্টের শরিক দল গণফোরামে যোগ দিয়েছেন। আজ (২৬ নভেম্বর) দুপুরে আরামবাগে গনফোরামের দলীয় অফিস থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু বলেন, ‘আজ দুপুরে মনোনয়ন ফরম সংগ্রহ করে এখন ড. কামাল হোসেনের চেম্বারে দেখা করতে যাবেন আবু সাইয়িদ।’
এর আগে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-১ থেকে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়নপত্র কেনেন আবু সাইয়িদ। তবে তাকে মনোনয়ন দেয়নি দলটি। তার পরিবর্তে ওই আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু।
Comments