মহাজোটের আসন ভাগাভাগি আপাতত স্থগিত

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ-নেতৃত্বাধীন জোটের শরিক জাতীয় পার্টি ও অন্যান্য দল আলাদাভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়ায় মহাজোটের আসন ভাগাভাগি কয়েকদিনের জন্যে স্থগিত রাখা হয়েছে।
al logo

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ-নেতৃত্বাধীন জোটের শরিক জাতীয় পার্টি ও অন্যান্য দল আলাদাভাবে প্রার্থী দেওয়ার ঘোষণা দেওয়ায় মহাজোটের আসন ভাগাভাগি কয়েকদিনের জন্যে স্থগিত রাখা হয়েছে।

তবে আগামীকাল (২৮ নভেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হওয়ায় বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে হবে।

এদিকে, আওয়ামী লীগের পরিকল্পনা হলো আসন ভাগাভাগির বিষয়টি আগামী ৯ ডিসেম্বরের আগেই মেটানো। কেননা, সেদিনই প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

গতকাল (২৬ নভেম্বর) জোটের কয়েকজন নেতা দ্য ডেইলি স্টারকে জানান যে জোটের প্রার্থীদের নাম প্রকাশ থেকে আওয়ামী লীগ বিরত রয়েছে এই ভয়ে যে দলের মনোনয়ন না পেয়ে অনেকে বিরোধী বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিতে পারে। যা জোটের জন্যে বিব্রতকর হবে।

তাই আসন ভাগাভাগির বিষয়টি নিয়ে আগামীকালের পর আলোচনা হতে পারে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমে বলেছিলেন ২৬ নভেম্বর বিকালে ধানমন্ডিতে একটি যৌথ সংবাদ সম্মেলনে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। কিন্তু, সংবাদ সম্মেলনে তিনি জানান, জোটের আসন ভাগাভাগি আপাতত স্থগিত রাখা হয়েছে।

“আমাদের আগের সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। মনোনয়ন পত্র যাচাই-বাছাই হওয়ার পর জোটের প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।” অর্থাৎ চূড়ান্ত তালিকা পেতে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

এছাড়াও, জোটের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করার আগে কারো নাম প্রকাশ না করার জন্যে তিনি সংবাদমাধ্যমকে অনুরোধ করেন।

Comments

The Daily Star  | English

77.78% students pass HSC, equivalent exams

The percentage this year is 0.86 points lower from 2023

1h ago